মরিশাসে আইএনএস সর্বেক্ষক 

নতুন দিল্লি, ০৭ এপ্রিল, ২০২১:আইএনএস সর্বেক্ষক হাইড্রোগ্রাফিক সমীক্ষার কাজে নিযুক্ত একটি জাহাজ। মরিশাসের নৌ বাহিনীর সঙ্গে এই জাহাজ যৌথভাবে হাইড্রোগ্রাফিক সমীক্ষার কাজ চালাবে।

তাই এই জাহাজটিকে মরিশাসে পাঠানো হয়েছে। মরিশাসের নৌ বাহিনীর কর্মীদের উন্নত হাইড্রোগ্রাফিক সরঞ্জাম এবং পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। পোর্ট লুইয়ের গভীর সমুদ্র অঞ্চলে হাইড্রোগ্রাফিক সমীক্ষার কাজ শুরু করেছে আইএনএস সর্বেক্ষক। আইএনএস সর্বেক্ষক জাহাজের ডিপ সি মাল্টি-বিম ইকো সাউন্ডার, সাইড স্ক্যান সোনার এর মতো অত্যাধুনিক সমীক্ষার যন্ত্রপাতি রয়েছে। এই জাহাজে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ডিজিটাল সমীক্ষা প্রক্রিয়া চালানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই জাহাজে একটি চেতক হেলিকপ্টারও রয়েছে। এই হেলিকপ্টারটিকে সমীক্ষার সময় কাজে লাগানো হয়। আইএনএস সর্বেক্ষক গত কয়েক বছরে মরিশাস, তানজানিয়া এবং কেনিয়ার মত বেশ কয়েকটি দেশে সংশ্লিষ্ট নৌ বাহিনীর সহযোগিতায় সমীক্ষার কাজ চালিয়েছে।

আরও পড়ুন…নির্বাচন কমিশনের সিদ্ধান্তে রাতারাতি বদলে গেল দুই থানার ওসি