তামিলনাড়ুতে মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় মৃত দার্জিলিংয়ের বাসিন্দা

তামিলনাড়ুতে মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় মৃত দার্জিলিংয়ের বাসিন্দা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মর্মান্তিক

তামিলনাড়ুতে মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় মৃত দার্জিলিংয়ের বাসিন্দা। তামিলনাড়ুতে মর্মান্তিক কপ্টার দুর্ঘটনা ঘটে গতকাল।সেই দুর্ঘটনায়  প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-‌সহ মোট ১৩ জন। আর সেই কপ্টারেই ছিলেন দার্জিলিংয়ের বাসিন্দা তথা পিএসও সতপাল রাই। তাকদা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। সতপালের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পাহাড়।

 

সতপালের বাবা বাহাদুর সিং রাই পাঞ্জাব পুলিশে কর্মরত। পরিবারের তরফে জানানো হয়েছে, বুধবার সকালেই বাবার সঙ্গে কথা বলেছিলেন সতপাল। কিন্তু দুপুরেই কপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর।

 

জানা গিয়েছে, সতপালের বাড়িতে স্ত্রী ও ছেলে রয়েছে। ছোটবেলায় দার্জিলিংয়ের তাকদা এলাকাতেই থাকতেন সতপাল। তারপর সেনাবাহিনীতে যোগদান। পিএসও হিসেবে কর্মরত ছিলেন তিনি। সতপালের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার থেকে শুরু করে গোটা পাহাড়। এদিকে বিপিন রাওয়াত সহ-‌মোট ১৩ জনের দেহ আজ বিকেলে দিল্লিতে আনা হবে। আগামিকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সকলের শেষকৃত্য সম্পন্ন হবে।

 

আর ও পড়ুন    অবশেষে ফিট রয়েল বেঙ্গলকে ছাড়া হল সুন্দরবনের ঢুলিভাসানির জঙ্গলে

 

উল্লেখ্য, তামিলনাড়ুতে মর্মান্তিক কপ্টার দুর্ঘটনা ঘটে গতকাল।সেই দুর্ঘটনায়  প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-‌সহ মোট ১৩ জন। আর সেই কপ্টারেই ছিলেন দার্জিলিংয়ের বাসিন্দা তথা পিএসও সতপাল রাই। তাকদা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। সতপালের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পাহাড়।সতপালের বাবা বাহাদুর সিং রাই পাঞ্জাব পুলিশে কর্মরত। পরিবারের তরফে জানানো হয়েছে, বুধবার সকালেই বাবার সঙ্গে কথা বলেছিলেন সতপাল।

 

কিন্তু দুপুরেই কপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর।জানা গিয়েছে, সতপালের বাড়িতে স্ত্রী ও ছেলে রয়েছে। ছোটবেলায় দার্জিলিংয়ের তাকদা এলাকাতেই থাকতেন সতপাল। তারপর সেনাবাহিনীতে যোগদান। পিএসও হিসেবে কর্মরত ছিলেন তিনি। সতপালের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার থেকে শুরু করে গোটা পাহাড়। এদিকে বিপিন রাওয়াত সহ-‌মোট ১৩ জনের দেহ আজ বিকেলে দিল্লিতে আনা হবে। আগামিকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সকলের শেষকৃত্য সম্পন্ন হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top