মন খারাপ মেদিনীপুরের মহিলা ঢাকিদের! কেন? জানুন

মহিলা

মন খারাপ মেদিনীপুরের মহিলা ঢাকিদের! কেন? জানুন  পুজো এসে গেলো, তথাপি মন ভালো নেই মেদিনীপুরের মহিলা ঢাকিদের।   ঢাকের বোল মানেই মনের মধ্যে এক অন্যরকম আনন্দের দেশ। ঢাকের বাদ্যি দেবীর মন খারাপের ডুবে রয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার টুকুরিয়ার মহিলা ঢাকিরা।শহর থেকে ডাক আসে নি বিপাকে চন্দ্রকোনা ঢাকিরা। দুর্গা পুজো মানেই ঢ্যাং কুরা কুর বাদ্দি ঢাকের তালে ধুনুচি নাচ। পাড়া জুড়ে কচিকাঁচাদের আনন্দ কিন্তু সেই আনন্দ এখন ম্লান। বানাই আসেনি ঢাকিদের।

 

মন খারাপের ডুবে রয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার টুকুরিয়ার মহিলা ঢাকিরা। দশরথ মালিক আদিবাসী সম্প্রদায়ের কিছু মেয়েকে নিয়ে একটি মহিলা ঢাকির দল বানিয়েছে। তারা বর্তমানে ঢাকের মহড়া দিতে ব্যস্ত। পুজোর কয়েক মাস আগে থেকেই ঢাকি পাড়ায়  থাকতো  তুমুল ব্যস্ততা।

 

আর ও পড়ুন     বিজেপির জাতীয় কার্যকরী সমিতির তালিকা থেকে বাদ পড়ল মেনকা-বরুণ

 

দিনরাত চলত ঢাকের মহড়া। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বায়না আসা শুরু হয়ে যেত। করণা ঢাকি পাড়া চেনা ছবিটা পাল্টে দিয়েছে। উৎসবের আমেজ এর বদলে বিষন্নতার ছোঁয়া ঢাকিদের পাড়ায়। ঢাক বাজিয়ে ভাত জোটে ঢাকিদের। বায়না না পাওয়ায় অনিশ্চয়তার দিন গুনছে ঢাকিরা। একুশের পুজো কি তাহলে এভাবেই বাড়িতে বসেই কাটবে এ নিয়ে ভেবে পাচ্ছেন না ঢাকিরা!

 

উল্লেখ্য, পুজো এসে গেলো, তথাপি মন ভালো নেই মেদিনীপুরের মহিলা ঢাকিদের।   ঢাকের বোল মানেই মনের মধ্যে এক অন্যরকম আনন্দের দেশ। ঢাকের বাদ্যি দেবীর মন খারাপের ডুবে রয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার টুকুরিয়ার মহিলা ঢাকিরা।শহর থেকে ডাক আসে নি বিপাকে চন্দ্রকোনা ঢাকিরা। দুর্গা পুজো মানেই ঢ্যাং কুরা কুর বাদ্দি ঢাকের তালে ধুনুচি নাচ।

 

পাড়া জুড়ে কচিকাঁচাদের আনন্দ কিন্তু সেই আনন্দ এখন ম্লান। বানাই আসেনি ঢাকিদের। মন খারাপের ডুবে রয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার টুকুরিয়ার মহিলা ঢাকিরা। দশরথ মালিক আদিবাসী সম্প্রদায়ের কিছু মেয়েকে নিয়ে একটি মহিলা ঢাকির দল বানিয়েছে। তারা বর্তমানে ঢাকের মহড়া দিতে ব্যস্ত। পুজোর কয়েক মাস আগে থেকেই ঢাকি পাড়ায়  থাকতো  তুমুল ব্যস্ততা। দিনরাত চলত ঢাকের মহড়া।

 

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বায়না আসা শুরু হয়ে যেত। করণা ঢাকি পাড়া চেনা ছবিটা পাল্টে দিয়েছে। উৎসবের আমেজ এর বদলে বিষন্নতার ছোঁয়া ঢাকিদের পাড়ায়। ঢাক বাজিয়ে ভাত জোটে ঢাকিদের। বায়না না পাওয়ায় অনিশ্চয়তার দিন গুনছে ঢাকিরা। একুশের পুজো কি তাহলে এভাবেই বাড়িতে বসেই কাটবে এ নিয়ে ভেবে পাচ্ছেন না ঢাকিরা!