মানুষের প্রয়োজনে অভিনব সুরক্ষা অ্যাপের সূচনা করলো বারাসত জেলা পুলিশ

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা, ২২ অক্টোবর,২০২০:মানুষের প্রয়োজনে অভিনব সুরক্ষা এপ্স তৈরি করলো বারাসত জেলা পুলিশ।

যার শুভ সূচনা আজ হয়ে গেল,শুভ সূচত করলো বারাসত জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।আপাতত এই এপ্সের মাধ্যমে চারটি থানা মধ্যমগ্রাম, বারাসত,অশোকনগর ও হাবড়া থানা কাজ করবে,আগামী দশ দিনের মধ্যে গোটা জেলায় এই সুবিধা পাবে সাধারণ মানুষ।এই এপ্সে SOS একটি বোটাম আছে,যদি কেউ বিপদে পরে,এবং তৎক্ষনাৎ পুলিশের সাহায্য প্রয়োজন হয়,SOS এ প্রেস করলেই,স্থানীয় থানা,ও কন্ট্রোল রুম তাকে ট্র‍্যাক করতে পারবে।খুব দ্রুত তার কাছে পুলিশ সাহায্যের জন্য পৌছাতে পারবে।প্লে স্টোর থেকে যে কেউ নিখরচায় এই এপ্স ডাউনলোড করতে পারবে,শুধুমাত্র এই জেলা নয়ে যে কেউ যেকোন যায়গা থেকেই এই এপ্স ডাউনলোড করে এর সুবিধা নিতে পারবে বলে জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।