মিছিলে যাওয়ার অপরাধে এক বিজেপি কর্মীর বাড়িতে লাগিয়ে দেওয়া হলো আগুন

নিজস্ব সংবাদদাতা ৪ মার্চ ২০২১উত্তর দিনাজপুর:তৃনমূল থেকে বিজেপিতে যোগদান করে মিটিং মিছিলে যাওয়ার অপরাধে এক মহিলা বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল তৃনমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে।

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য দেখা দিয়েছে রায়গঞ্জ পুরসভা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের অশোকপল্লীতে। বিজেপির আনা এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করার পাশাপাশি এটা বিজেপির চক্রান্ত বলে দাবি করেছেন রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়োতোষ মুখার্জি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও বিজেপির পক্ষ থেকে চরম উদাসীনতার অভিযোগ তুলেছে বিজেপি রায়গঞ্জ শহর মন্ডল কমিটি।রায়গঞ্জ শহরের পুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের অশোকপল্লীর বাসিন্দা জয়শ্রী চক্রবর্তী সম্প্রতি তৃনমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। বুধবার সন্ধ্যায় ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে এলাকায় দলীয় কর্মীদের সাথে একটি বৈঠক করেন জয়শ্রী দেবী। বৈঠক সেরে বাড়িতে ফিরে একটি অনুষ্ঠান বাড়িতে যান তিনি। রাতে অনুষ্ঠান বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে এসে দেখতে পান তাঁর বাড়ির সামনে কেউ বা কাহারা আগুন লাগিয়ে দিয়েছে। তাঁর বাড়ি লক্ষ্য করে ইট পাটকেলও ছুঁড়েছে দুস্কৃতীরা। অল্পের জন্য জয়শ্রী দেবীর বাড়ি আগুন থেকে রক্ষা পেলেও চরম আতঙ্কে রয়েছেন তিনি। তাঁর ধারনা তৃনমূল থেকে বিজেপতে যোগদান করার জন্যই তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা এই কাজ করেছে। বিজেপির রায়গঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি অভিজিৎ যোশী অভিযোগ করে বলেন তৃনমূল আশ্রিত দুস্কৃতীরাই এই কাজ করেছে। তাঁর পালটা হুমকি তৃনমূল কংগ্রেস যদি মনে করে চমকে ধমকে ভোট করা হবে তাহলে ২ রা মে’র পর তৃনমূল কংগ্রেস কর্মীদের হয় মাটির নীচে নয়তো বা মাটির উপরে থাকতে হবে। যদিও রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রিয়োতোষ মুখার্জি জানিয়েছেন, এই ঘটনার সাথে তৃনমূল কংগ্রেস কোনওভাবেই জড়িত নয়। তৃনমূল কংগ্রেস এধরনের কাজ করেনা। বিজেপি বুঝতে পেরে গেছ্র এবারেও রাজ্যে ক্ষমতায় তৃনমূল কংগ্রেসই আসতে চলেছে তাই তারা চক্রান্ত করে এসব ঘটনা ঘটাচ্ছে।

আরো পড়ুন…নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুরসভার সদস্যদের নিয়ে বৈঠক শুরু হলো তৃণমূল ভবনে