মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় সংস্কৃতি মহাউৎসব 

নিজস্ব সংবাদদাতা ২৮ ফেব্রুয়ারি ২০২১:রাষ্ট্রীয় সংস্কৃতি মহাউৎসব ২০২১ অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদে তাঁদের গোটা পশ্চিমবঙ্গে জুড়ে তিনটি এলাকায় প্রোগ্রাম হলো । প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল কোচবিহারে তারপর দার্জিলিং ও তৃতীয় টি নবাবের শহর মুর্শিদাবাদে কাঠগোলা বাগান অনুষ্ঠিত হলো ‌ ।

প্রথমে এই অনুষ্ঠানটি হাজার দুয়ারিতে হওয়ার কথা থাকলেও নবাবের পরিবার বাঁধা দেওয়ায় এই অনুষ্ঠান হাজারদুয়ারি তো হয়নি । অনুষ্ঠিত হয় কাঠগোলা বাগানের । তাঁদের দু’দিনব্যাপী প্রোগ্রামের সারা ভারত জুড়ে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয় । এই বিশেষ অনুষ্ঠানের স্থান পায় মুর্শিদাবাদের ভগবান গোলার রায়বেঁশের টিম । তাঁরা তাদের পারফর্ম করে । সি প্রোগ্রাম এসেছিলেন সুরজিৎ চ্যাটার্জী ও মমতা শংকর আকর্ষণীয় রয়েছে এই রাষ্ট্রীয় উৎসবের মঞ্চে ।

আরো পড়ুন…বাংলার রাজনীতির ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মুহূর্তে ব্রিগেডে যোগ দিতে বিভিন্ন প্রান্ত থেকে আগমন হাজারও বাম কর্মী সমর্থকের