উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে শুয়োরের মড়ক লেগেছে

মড়ক

উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে শুয়োরের মড়ক লেগেছে। জলপাইগুড়ি শহরে  শুয়োরের মড়ক, প্রতিদিন অসংখ্য শুয়োরের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ। সকালে ছুটোছুটি করা সুস্থ শুয়োর বিকেল ও সন্ধে হতেই মৃত্যুর কোলে ঢলে পরছে। শনিবার শহরের সদর হাসপাতাল লাগোয়া ফার্মাসী কলেজে প্রচুর শুয়োরের মৃত্যু হয়েছে। তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে সঙ্গে আতঙ্কের রয়েছেন সকলে। এখন পর্যন্ত ৫০টির বেশি শুয়োরের মৃত্যু হয়েছে বলে দাবি পুর কর্তৃপক্ষের।

 

কীভাবে শুয়োরের মৃত্যু ধন্দে পুর কর্তৃপক্ষ। পশু বিশেষজ্ঞ ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। মৃত্যুর কারণ জানতে মৃত শুয়োরের নমুনা সংগ্রহ করা হবে জানায় পুর কর্তৃপক্ষ। জলপাইগুড়ি শহরে দীর্ঘদিনের সমস্যা শুয়োরের উপদ্রব। প্রতিদিন শুয়োরের উপদ্রবে নাজেহাল শহরবাসী।

 

আর ও পড়ুন  এমন বেশ কিছু শিবলিঙ্গ যারা তাদের রঙ পরিবর্তন করে

 

বার বার শুয়োর মুক্ত শহর গড়তে অভিযান চালায় পুরসভা। কিন্তু আজও শুয়োর মুক্ত শহর হয়নি। এদিকে একাধিক রোগের জীবাণু বহন করে এই শুয়োর। করোনা ও ডেঙ্গি পরিস্থিতির মধ্যে নতুন করে শহরে শুয়োরের মধ্যে মড়ক দেখা দিয়েছে। তা নিয়ে আতঙ্কের ছড়িয়ে শহরে।

 

উল্লেখ্য,  উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে শুয়োরের মড়ক লেগেছে। জলপাইগুড়ি শহরে  শুয়োরের মড়ক, প্রতিদিন অসংখ্য শুয়োরের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ। সকালে ছুটোছুটি করা সুস্থ শুয়োর বিকেল ও সন্ধে হতেই মৃত্যুর কোলে ঢলে পরছে। শনিবার শহরের সদর হাসপাতাল লাগোয়া ফার্মাসী কলেজে প্রচুর শুয়োরের মৃত্যু হয়েছে। তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে সঙ্গে আতঙ্কের রয়েছেন সকলে।

 

এখন পর্যন্ত ৫০টির বেশি শুয়োরের মৃত্যু হয়েছে বলে দাবি পুর কর্তৃপক্ষের। কীভাবে শুয়োরের মৃত্যু ধন্দে পুর কর্তৃপক্ষ। পশু বিশেষজ্ঞ ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। মৃত্যুর কারণ জানতে মৃত শুয়োরের নমুনা সংগ্রহ করা হবে জানায় পুর কর্তৃপক্ষ। জলপাইগুড়ি শহরে দীর্ঘদিনের সমস্যা শুয়োরের উপদ্রব।

 

প্রতিদিন শুয়োরের উপদ্রবে নাজেহাল শহরবাসী। বার বার শুয়োর মুক্ত শহর গড়তে অভিযান চালায় পুরসভা। কিন্তু আজও শুয়োর মুক্ত শহর হয়নি। এদিকে একাধিক রোগের জীবাণু বহন করে এই শুয়োর। করোনা ও ডেঙ্গি পরিস্থিতির মধ্যে নতুন করে শহরে শুয়োরের মধ্যে মড়ক দেখা দিয়েছে। তা নিয়ে আতঙ্কের ছড়িয়ে শহরে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে শুয়োরের মড়ক লেগেছে। জলপাইগুড়ি শহরে  শুয়োরের মড়ক, প্রতিদিন অসংখ্য শুয়োরের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ। সকালে ছুটোছুটি করা সুস্থ শুয়োর বিকেল ও সন্ধে হতেই মৃত্যুর কোলে ঢলে পরছে। শনিবার শহরের সদর হাসপাতাল লাগোয়া ফার্মাসী কলেজে প্রচুর শুয়োরের মৃত্যু হয়েছে। তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে সঙ্গে আতঙ্কের রয়েছেন সকলে। এখন পর্যন্ত ৫০টির বেশি শুয়োরের মৃত্যু হয়েছে বলে দাবি পুর কর্তৃপক্ষের।