যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫ আশঙ্কা জনক ৫ চাঞ্চল্য দীঘা নন্দকুমার জাতীয় সড়ক

নিজস্ব সংবাদদাতা ৩ ফেব্রুয়ারি ২০২১ পূর্ব মেদিনীপুর: আবারো ভয়াবহ পথদুর্ঘটনায় আহত ১৫, আশঙ্কা জনক ৫। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সমগ্র এলাকায়।

বুধবার ভোরে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ লাগে চন্ডিপুরের গুড়্গ্রাম এলাকায়। ঘটনায় ১৫ জন আহত হয় যার মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক। তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাড়ে ছটা নাগাদ একটি যাত্রীবাহী বাস দিঘার অভিমুখে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। বিকিট শব্দ শুনে ছুটে আসে স্থানিয়রা। এরপর স্থানীয়দের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে চন্ডিপুর থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার কারনে বেশ কিছু সময় দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশের চেস্টায় তা স্বাভাবিক করা হয়, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

আরও পড়ুন…বরাকর আরাডাঙ্গা অঞ্চলে ধস,চাঞ্চল্য এলাকায়