রাজস্থানে আটকে পড়া মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থীদের রাজ্যে ফেরানোর আর্জি অভিভাবকদের

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ২৬ এপ্রিল, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ট্রেনিং নিতে রাজস্থানের কোটা শহরে কোচবিহার থেকে পড়াশোনা করতে যাওয়া ২৫-৩০ জন ছাত্র-ছাত্রী আটকে আছেন,শনিবার সেই ছাত্র-ছাত্রীদের সরকারি তত্ত্বাবধানে পুনরায় রাজ্যে ফিরিয়ে আনার দাবিতে জেলাশাসকের দপ্তরে আর্জি জানাতে উপস্থিত হন অভিভাবকদের একাংশ।তাদের দাবি, রাজস্থানের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন আগেই এই ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। অন্যান্য রাজ্য থেকে রাজস্থান এ পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনা হয়নি।অভিভাবকের দাবি, কোচবিহার জেলা শহর থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জন ছাত্র-ছাত্রী এই মুহূর্তে রাজস্থান এ আটকে রয়েছে।

এমনিতেই রাজস্থান করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে লাল সতর্কতার মধ্যে রয়েছে, তার ওপরে এই ছাত্রছাত্রীরা একাকী সেখানে আটকে রয়েছে। তাদের পর্যাপ্ত খাবার নেই, নেই টাকা-পয়সা এমন পরিস্থিতিতে দ্রুত তাদের নিজেদের রাজ্যে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অভিভাবকরা।অভিভাবক অপূর্ব হোমরায় বলেন, ইতিমধ্যেই আসাম থেকে উদ্যোগ গ্রহণ করে সেখানকার ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে এই ব্যবস্থা অবিলম্বে করা হোক। সরকারিভাবে অনুমতি না দিলে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে তাদের ফিরিয়ে আনতে পারি, সেক্ষেত্রেও সরকারি অনুমোদন দরকার। পাশাপাশি তিনি দাবি করেছেন ট্রেনের ব্যবস্থা না হলে বিমান পরিসেবার মাধ্যমে যেন তাদের ফিরিয়ে আনা হয়।এই বিষয়ে জেলা শাসক দপ্তরে উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর সাথে অভিভাবকরা কথা বলতে গেলে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এই মুহূর্তে ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনার বিষয়ে কোনো নেতা মন্ত্রী কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবেন না, প্রশাসনের তরফে যদি কোনো সিদ্ধান্ত হয় তবে সেটা সফল হতে পারে”। পাশাপাশি তিনি এও বলেন, ‘বর্তমান পরিস্থিতির নিরিখে ছাত্র-ছাত্রীরা যেখানে রয়েছে সেখানেই সুরক্ষিত থাকুক’।