রাজ্যে হিংসার বাতাবরণ আটকাতে বিজেপির রাজ্য দপ্তরের সামনে পালিত হল ধর্না বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা ৫ মে ২০২১ কোলকাতা: নির্বাচনের ফল প্রকাশের পরপরই রাজ্যে হিংসার বাতাবরণে তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে লাগাতার হিংসা হয়ে যাচ্ছে তার থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সারা রাজ্যে শিশুকে থেকে বৃদ্ধা মা পর্যন্ত এই অত্যাচারের অত্যাচারিত হয়েছেন। অনেক মানুষ মারা গেছে ,অনেক মানুষ ঘরছাড়া ঘরের মেয়ে ছেলেদের সম্ভ্রম নষ্ট করে দিয়েছে। দোকানপাট দলীয় অফিস ভাঙচুর করা হয়েছে ক্ষেতের ফসল নষ্ট করা হয়েছে। এটাই কি গণতন্ত্র এভাবে কি জয়ের উল্লাস করা যায়। রাজ্যপালের কাছে একাধিকবার ডেপুটেশন দেওয়ার পরেও হিংসা থামার কোন লক্ষণ নেই। স্বরাষ্ট্রমন্ত্রক এর মধ্যেই রাজ্য স্বরাষ্ট্র দপ্তর কে সবিস্তারে রিপোর্ট পাঠাতে বলেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সংঘর্ষ এখনো থামছে না।গতকাল সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্যে এসেছেন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি দেখে আতঙ্কিত এইভাবে কি গণতন্ত্রের জয়ের উল্লাস পালন করা যায় সেটাও তিনি ব্যক্ত করেছেন।সেইসঙ্গে আজ যারা ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধি হিসেবে জয়ী হয়েছেন তাদেরকে নিয়ে বিজেপির হেস্টিংসে অবশেষে শপথবাক্য পাঠ করানো হয়েছে।এই হিংসা যাতে অবিলম্বে বন্ধ হয় তাই সারা ভারত ব্যাপী অবস্থান-বিক্ষোভ করবে বলে জানা যায়। সেইমতো আজ গান্ধী মূর্তি পাদদেশে ধর্না অবস্থান করার কথা ছিল। রাজ্য বিজেপির নেতৃত্ব কিন্তু পুলিশ কার্যত অনুমতি না দেওয়ায় তারা বিজেপি রাজ্য দপ্তরের সামনে মঞ্চ বেঁধে তাদের কর্মসূচি পালন করে বেলা বারোটা থেকে। এই মুহূর্তে উপস্থিতি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, সায়ন্তন বসু ,রাজু বন্দ্যোপাধ্যায় ,একাধিক কার্য কর্তারা। এই ধর্না মঞ্চে শামিল হতে পারে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

আরো পড়ুন….ফের খুন তৃনমুল কর্মী। উত্তপ্ত কোচবিহার