রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা দুবরাজপুর মানসায়ের গ্রামীণ হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা ৩০ জানুয়ারি ২০২১ বীরভূম: ঘটনাটি সূত্রপাত শুক্রবার দুপুর বারোটা দশ নাগাদ দুবরাজপুর লোবা পঞ্চায়েতের আমুরী গ্রামের শেখ রহমত নামের ৩২ বছর বয়সী এক যুবক পেটের ব্যথা নিয়ে চিকিৎসার জন্য আসেন। প্রাথমিকভাবে চিকিৎসায় সুস্থ বোধ করে চিকিৎসকদের কাছে বাড়ি ফেরার আবেদন করেন।  

কিন্তু বাড়ি ফিরে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন। তারপর তার বাড়ির লোকজন তিনটে পঁয়তাল্লিশ নাগাদ তাকে হাসপাতালে নিয়ে আসেন। তখন রোগীর অবস্থা সংকটজনক ছিল।চিকিৎসকের সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেন এবং অক্সিজেন দেওয়া হয়। কিন্তু রোগী মারা যায়।রোগী মারা যাবার পরে পরিবারের লোকেরা অভিযোগ করেন ভুল চিকিৎসা জেরেই মৃত্যু হয়েছে।এর পরেই রোগীর পরিবার এর লোকেরা হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসক ও নার্সদের মারধর করেন বলে অভিযোগ। ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অপরাধে দুবরাজপুর থানার পুলিশ ইতিমধ্যে ৬ জনকে আটক করেছে।পাশাপাশি বাকি অভিযুক্তদের সিসিটিভি দেখে চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন…ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন একটি সবজি বাজার আগুনে ভস্মীভূত বহু দোকান