অর্ক মাইতি ,মুম্বাই ১৫ জানুয়ারি ২০২১: রোজ়ভ্যালি কাণ্ডে গ্রেপ্তার শুভ্রা কুণ্ডু ।
রোজ়ভ্যালি কর্ণধারের গৌতম কুণ্ডুর স্ত্রীকে আজ মুম্বই থেকে গ্রেপ্তার করা হয়েছে । সিবিআইয়ের আধিকারিক সূত্রে খবর, প্রশ্নের কোনও সদুত্তর দিতে না পারায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ।শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে ১৭ হাজার কোটি টাকার তছরূপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে । তাঁর বিরুদ্ধে একটি চার্জশিট ও দু’টি কমপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হয়েছে । তাঁকে ভুবনেশ্বর আদালতে পেশ করা হতে পারে।
আরও পড়ুন….শনিবার থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত করোনা ভ্যাক্সিনেশন কর্মসূচী