লকডাউনে গৃহবন্দী রবীন্দ্রপ্রেমীদের মানসিক তৃপ্তি দিতে প্রশাসনের রবীন্দ্রস্মরণ

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৮ মে, আজ ২৫শে বৈশাখ।কিন্তু লকডাউনে নিস্তব্দ বঙ্গবাসী। বন্ধ যান চলাচল, কোথাও জমায়েত করাতেও মণ করেছে সরকার।অন্য বছর যেখানে ভিড় সামলাতে প্রাণ ওষ্ঠাগত হয় প্রশাসনের। এবছর সম্পূর্ণ অন্য চিত্র। আজ ‘সোশ্যাল মিডিয়া’ একমাত্র ভরসা কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। তাই প্রশাসনিক তৎপরতায় জেলার বিভিন্ন প্রান্তে এই চিত্র ধরা পড়েছে।

সারাবছর আইন-শৃংখলার রক্ষাকর্তা হিসেবে প্রশাসনকে কঠোর হতে দেখলেও চরম সংকটময় মুহূর্তে প্রশাসনের অনেক মানবিক রূপ আমাদের সামনে এসেছে।শুক্রবার নদিয়ার শান্তিপুর ও রানাঘাট থানার থানার পক্ষ থেকে পুলিশ কর্মীরা পথে নামেন। এদিন অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা কবিগুরুর ট্যাবলো সাজিয়ে পায়ে হেঁটে পরিক্রমণ করেন প্রায় কয়েক কিলোমিটার পথ।