লরি এবং পিকআপভ্যানের ধাক্কায় মৃত পিকআপভ্যানের খালাসী 

নিজস্ব সংবাদদাতা ১৯ফেব্রুয়ারি ২০২১উত্তর দিনাজপুর: লরির পেছনে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত পিকআপ ভ্যানের খালাসী। আহত পিকআপ ভ্যানের চালক। ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কে চোপড়ার তুতবাগান এলাকায়।

আহত চালককে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষন জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী এবং পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে , এদিন চোপড়া তুতবাগান এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে একটি লড়ির পেছনে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লড়ির পেছনে সজোড়ে ধাক্কা মারে। কোচবিহারগামী পিকআপ ভ্যান লড়িটির পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই খালাসি গৌতম দাসের মৃত্যু হয়। সেই সময় পিকআপ ভ্যানের চালক গাড়িতে আটকে পড়ে। ইসলামপুর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আটকে পড়া চালককে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায়। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন ৩১ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলোকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। চোপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন..মোবাইল টাওয়ারে উঠে গেল ভারসাম্যহীন যুবক,চাঞ্চল্য রঘুনাথগঞ্জে