লোকালয়ে কুমির চাঞ্চল্য পাথরপ্রতিমা এলাকায়

নিজস্ব সংবাদদাতা ১৫ এপ্রিল ২০২১দক্ষিণ ২৪পরগণা:পাথর প্রতিমার জগদ্দলপুর নদী থেকে লোকালয়ে কুমির। বনদপ্তরের দীর্ঘক্ষনের চেষ্টায় ধরাপড়ায় খুশি এলাকার মানুষ।

উল্লেখ্য বৃহস্পতিবার সকালে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর জানার ঘাট এলাকায় একটা বড় কুমির কে ঘুরতে দেখে এলাকাবাসী। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। স্থানীয় একটি খালের মধ্যে গিয়ে পড়ে ওই কুমির। গ্রামবাসীরা খালটির চতুর্দিকে জাল দিয়ে ঘিরে দেয়।খবর দেয়া হয় বনদপ্তর কে। বনদপ্তর এসে খালে জাল দিয়ে দীর্ঘক্ষনের চেষ্টায় কুমিরটিকে ধরে ফেলে।লঞ্চে করে কুমিরটি কে নিয়ে ভাগবতপুর জঙ্গলে ছাড়া হবে বলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন…নববর্ষের প্রথম দিনে তারাপীঠ মন্দিরে ভিড় নেই পুর্ন্যার্থীদের