শারীরিক প্রতিবন্ধি সংশাপত্র প্রদান মন্ত্রী গৌতম দেবের

নিজস্ব সংবাদদাতা ১১জানুয়ারি ২০২১ জলপাইগুড়ি: শিবিরের মধ্য দিয়ে সরাসরি শারীরিক প্রতিবন্ধি সংশাপত্র প্রদান মন্ত্রী গৌতম দেবের।দুয়ারের সরকার, এই প্রকল্প ইতিমধ্য সমগ্র রাজ্য বেশ সার্থকতা পেয়েছে।এর মধ্য দিয়ে মানুষের অনেকটা কাছে পৌছাতে পেরেছে রাজ্য সরকার।

মানুষের সমস্যার নানান দিক উঠে এসেছে এই প্রকল্পের মধ্য,যা সমস্যার সমাধানে উদ্যগি হয়েছে তৃনমুল সরকার।আর প্রকল্প বাস্তবায়িত করতে গিয়ে শারীরিক প্রতিবন্ধির সমস্যা উঠে এসেছে তাদের সন্মুখে।তাই হাতে হাতে প্রতিবন্ধি শংসাপত্র প্রদান ও মানবিক প্রকল্পের আওতায় আনার সংকল্প গ্রহন করে মন্ত্রী গৌতম দেব।ইতিমধ্য প্রথম পর্যায়ের তার বিধানসভা এলাকায় শিবিরের মধ্য দিয়ে ৫৬০জন প্রতিবন্ধিকে শংসাপত্র ও মানবিক প্রকল্পের আওতায় আনা হয়।সোমবার ফের ফুলবাড়ি ২ নম্বর অঞ্চল অন্তর্গত চোতরাগছে একটি শিবির অনুষ্ঠিত হয়।যেখানে ফুলবাড়ি ১/২ নম্বর অঞ্চল ও পুরসভার ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডে বসবাসকারী প্রায় শতাধিক শারীরিক প্রতিবন্ধিদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় ও মানবিক প্রকল্পের আওতায় আনা হয়।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব,রাজগঞ্জের বিডিও এন সি ভুটিয়া,জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মধক্ষ্য দেবাশিস প্রামানিক,ও গৌতম গোস্বামী।মন্ত্রী গৌতম দেব জানান,এতদিন প্রতিবন্ধি শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নানান অসুবিধের সন্মুখিন হতে হত শারীরিক প্রতিবন্ধিদের।বিশেষ করে প্রকৃত প্রতিবন্ধিরা এই শংসাপত্র পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিল,তাই এবার তাদের চিহ্নিতকরন করে সরাসরি তাদের হাতে শংসাপত্র প্রদান ও রাজ্য সরকারের মানবিক প্রকল্পের আওতায় আনা হচ্ছে।তিনি জানান,তার বিধানসভা এলাকায় যাতে কেও এই সুবিধা থেকে বঞ্চিত না হয় তা বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে।অন্যদিকে রাজ্যে সরকারের এই উদ্যগকে সাধুবাদ জানিয়েছে সাধারন মানুষ।

আরও পড়ুন….ফি কমানোর দাবিতে অভিভাবক এবং পড়ুয়াদের বিক্ষোভ দুর্গাপুরে