শিরোনামে প্রকাশিত খবর সঠিক নয়

নিজস্ব সংবাদদাতা, নয়া দিল্লি ১৭ অক্টোবর, ২০২০:কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান দপ্তর “সরকারি কর্মচারীরা আরো মহার্ঘ ভাতা পেতে চলেছেন”- এই শিরোনামে যে খবর ১৬ই অক্টোবর এক শ্রেণীর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে।

এই প্রসঙ্গে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, নতুন সূচকের কারণে শিল্প সংস্থার কর্মচারী এবং সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে এ সংক্রান্ত কোন বক্তব্য তাদের প্রতিবেদনে উল্লেখ নেই। মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে । ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের লেবার ব্যুরো ২১শে অক্টোবর শিল্প সংস্থার কর্মচারীদের জন্য উপভোক্তা মূল্য সূচকের নতুন তালিকা প্রকাশ করতে চলেছে, যেখানে ২০১৬ সালকে ভিত্তি বর্ষ হিসেবে ধরা হয়েছে। সরকারি কর্মচারী এবং সংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের মহার্ঘ ভাতা সংশোধনের জন্য এই সূচক ব্যবহার করা হবে। কিন্তু শ্রম মন্ত্রক কখনই বলেনি নতুন সূচক শিল্প সংস্থার কর্মচারী এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করবে। নতুন বিন্যাসের বৈশিষ্ট্যের ওপর পুরো বিষয়টি নির্ভর করবে। তাই এই মুহুর্তে এ বিষয়ে পূর্বাভাস দেওয়া যথাযথ হবেনা।’