মন খারাপ শোয়েব-এর, কেন জানেন ?

শোয়েব

মন খারাপ শোয়েব-এর, কেন জানেন ? কারণ জানলে ভারতীয় সমর্থকদের গা জ্বালা করবে নিশ্চিত। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। তবুও মন খারাপ শোয়েব আখতারের।

 

কারণ, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। তাই মন খারাপ পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতারের। ফাইনালে ভারত ও পাকিস্তানের খেলা হোক এমনটা চেয়েছিলেন শোয়েব। সেখানে ভারতকে আরও একবার হারাবে পাকিস্তান— এমনটা চেয়েছিলেন তিনি।

 

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘অনেকেই বলছেন, নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় ভালো হয়েছে। কারণ ভারত ছিটকে গেছে। আমার চাওয়া ছিল, ভারতও ফাইনালে উঠুক। আগেও বলেছি, বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মাত্র একবার কেন খেলবে? কেন ফাইনালে খেলবে না? আমি চেয়েছিলাম, ভারতের বিপক্ষে পাকিস্তান ফাইনালে খেলুক এবং আবার ভারতকে হারের স্বাদ পাবে পাকিস্তান।

 

আর ও পড়ুন    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফল পাকিস্তান, দাবি ইমরানের

 

ভারত ও পাকিস্তান ফাইনাল হলে সেটা ক্রিকেটের জন্য ভালো হতো। বিশ্বকাপটা হতো উত্তেজনাপূর্ণ।’ সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অসিদের নিয়ে চিন্তিত নন শোয়েব। তাঁর মতে, পাকিস্তান যে ফর্মে আছে, তাতে যেকোনো দলকে উড়িয়ে দেওয়ার সামর্থ্য তারা রাখে। পাকিস্তানের কিংবদন্তি পেসার আরও বলেন, ‘পাকিস্তান যা খেলছে, তাতে কোনো দলের বিপক্ষে খেলতে হচ্ছে, সেটা নিয়ে আমি চিন্তিত নই।’ আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমির লড়াইয়ে নামবে পাকিস্তান।

 

উল্লেখ্য, পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার  ও পাকিস্তান টিভির  মধ্যে ঝামেলা শেষ হয়েও যেন হতে চাইছে না। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছে পাকিস্তান টিভি। তাঁকে পাঠানো হয়েছে আইনি নোটিসও।

 

পিটিভির তরফ থেকে শোয়েবকে জানানো হয়েছে, পিটিভি ম্যানেজমেন্টকে কিছু না জানিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচার চলার সময়ে দুবাই ছেড়ে চলে গিয়েছিলেন আপনি। এছাড়া ভারতীয় টিভিতে হরভজন সিংয়ের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ায় পিটিভির ভাবমূর্তি নষ্ট হয়েছে। তার জন্য বিশাল অঙ্কের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বহু যুদ্ধের সৈনিক শোয়েবের কাছ থেকে।