সব লোকাল ট্রেন বাড়ানোর দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের, দূর্ভোগে যাত্রীরা 

নিজস্ব সংবাদদাতা ২ ফেব্রুয়ারি ২০২১ নদীয়া: সব লোকাল ট্রেন দাঁড়ানোর দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার জালাল খালিতে।

আজ সকাল সাড়ে সাতটা নাগাদ কৃষ্ণনগর থেকে শিয়ালদা শাখায় বন্ধ রেল পরিষেবা। ফলে লালগোলা থেকে শিয়ালদা গামী সমস্ত ট্রেন আটকে পরে বিভিন্ন স্টেশনে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী যায়। শুরু হয় রেল পুলিশ এবং আধিকারিক দের আলোচনা। অবশেষে ৯ টার পর অবরোধ তুলে নেন অবরোধকারীরা। রেলের কাছে রেলের উচ্চতর দপ্তরে বিষয়টি জানানোর আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা তাঁদের অবরোধ প্রত্যাহার করেন। দীর্ঘসময় অবরোধ থাকায় বিভিন্ন স্টেশনে থমকে যায় রেল। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন….বাগুইআটিতে সাব-স্টেশনের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়