সাইবার ক্রাইমের শিকার উত্তর হাওড়ার প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী রতন শুক্লার

নিজস্ব সংবাদদাতা ২৬ এপ্রিল ২০২১ হাওড়া:আজ নিজে একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন গত বৃহস্পতিবার থেকে তার ফেসবুক ও টুইটার একাউন্ট দুটি হ্যাক করা হয়েছে। তিনি জানান “কেউ আমার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে। তাই প্রোফাইল থেকে করা সমস্ত পোস্ট আর রিকোয়েস্ট উপেক্ষা করবেন।

টুইটার অ্যাকাউন্টটি উদ্ধার করতে পারলে আপনাদের সবাইকে জানাবো।”অ্যাকউন্টটি যে হ্যাক করা হয়েছে, তা বৃহস্পতিবার টের পান লক্ষ্মী। এবিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, অ্যাকউন্ট খুলতে গিয়েই বাধা পান। বলা হয় ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে হবে। সেই চেষ্টাও করেন তিনি। কিন্তু তার বদলে অন্য কোনও প্রোফাইল খুলে যায়। তখনই বিষয়টি বুঝতে পারেন তার প্রোফাইল হ্যাক করা হয়েছে।তিনি মনে করছেন, যে বা যারা তাঁর প্রোফাইল হ্যাক করেছে অনেকদিন আগে থেকেই তার প্রস্তুতি নিচ্ছিল। তিনি আরও জানান তার টুইটার একাউন্ট এখনও কেউ চালাচ্ছে। তাই ওই একাউন্ট থেকে কোনো পোস্টের উত্তর না দেওয়ার জন্য আবেদন জানান।তিনি জানান ঘটনার বিষয় জানতে পারার পরেই তিনি হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম ব্রাঞ্চ বলেই পুলিশ সূত্রের খবর।

আরো পড়ুন…টাকা না ঢোকায় ডিসিআরসি কেন্দ্রে পোলিং অফিসারদের প্রবল বিক্ষোভ