“সাধারণ মানুষের কথা ভেবে আংশিক লকডাউন করা হয়েছে” প্রাতঃভ্রমণে মন্তব্য দিলীপ ঘোষের

নিজস্ব সংবাদদাতা ১ লা মে ২০২১ নিউটাউন: রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে আংশিক লকডাউন প্রসঙ্গে জানান যাতে পুরো লকডাউন না করে করোনা আটকানো যায় সেই চেষ্টা করতে হবে।

আমরা জানি সাধারণ মানুষের কষ্ট হয় দেশের অর্থনীতি মার খায় সমস্ত সরকারের একটা চেষ্টা আছে আংশিক লকডাউন করে যাতে আটকানো যায় এবং সাধারণ মানুষের কথা ভাবা উচিত যাতে আমাদের আরো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়।মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে দিলীপ ঘোষ এই প্রসঙ্গে তিনি জানান কেউ যদি আমার নাম বলে তাহলে আমি কি করবো অনেকে তো আমাকে গালাগালি দেয় ভালো মন্দ কিছু বলছি না, আমি আমার কাজ করছি। রবিবার ফলাফলে যা টার্গেট রেখেছি সেখানে আমরা আমরা পৌঁছাব। ভাটপাড়ার ঘটনা প্রসঙ্গে বলেন সরকার না চেঞ্জ হওয়া পর্যন্ত হিংসা বন্ধ হবে না। রবিবার থেকে হয়তো গুলি বন্দুকের আওয়াজ কমে যাবে। রবিবার রেজাল্টের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম নতুন সরকার আসবে।

আরও পড়ুন…নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতের তালা ভেঙে চুরি নথিপত্র, কম্পিউটারের হার্ড ডিস্ক