সামাজিক মাধ্যমে ভাইরাল শোভন-বৈশাখীর তা তা থৈ থৈ নাচ। ভাইরাল শোভন-বৈশাখীর তা তা থৈ থৈ নাচ। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন এটাই ঘুরে বেরাচ্ছে । বুধবার একটি সামাজিক সংবাদমাধ্যমের তরফে প্রোমো ভিডিও প্রকাশ করা হয়।সেখানে দেখা যায় মম চিত্তে নিতি নৃত্যে- গানের তালে ব্যালকনিতে নাচছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় । সঙ্গে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়।
ভিডিওতে শোভন ও বৈশাখীকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায়। সেই নাচের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। ঘুরতে থাকে নানারকম ট্রোল। অনেকে বিভিন্ন রকম মন্তব্যও করতে থাকেন। শোভন- বৈশাখীর একাধিক সংলাপ এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বেশির ভাগ সময়ে তাঁদের ম্যাচিং পোশাকে দেখা যায়। বর্তমানে দু জনে কাউকেই সক্রিয় রাজনীতিতে দেখা যায় না। বিজেপির সঙ্গেও বিধানসভা নির্বাচন থেকে সম্পর্ক নেই শোভনের।
কয়েকদিন আগে রত্না চট্টোপাধ্যায় যে বাড়িতে থাকতেন, সেই বাড়িটি শোভনের কাছ থেকে কিনে নেন বৈশাখী। প্রায় ১ কোটি টাকা মূল্যে শোভনের কাছ থেকে সেই বাড়িটি কেনেন বৈশাখী। তারপরেই রত্না চট্টোপাধ্যায়কে সম্মানের সঙ্গে বাড়ি ছাড়তে বলেন। যদিও পাল্টা হুঁশিয়ারি দেন রত্না। তিনিও শোভন চট্টোপাধ্যায়কে পাল্টা নিশানা করেন।
আর ও পড়ুন ১২ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ অভিষেক-পত্নী রুজিরাকে
উল্লেখ্য, শোভন-বৈশাখী সম্পর্কে নতুন মোড়। স্বামী মনোজিৎ মন্ডলের থেকে বিবাহবিচ্ছেদ চাইলেন বৈশাখী। তাঁর অভিযোগ, তাঁর স্বামী বিগত কয়েক বছর ধরেই অন্য একজন মহিলার সম্পর্কে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছেন। এবং এই কথা তাঁর স্বামী তাঁকে আগেই নিজে থেকে জানিয়েছিলেন। তিনি আরও জানান, মনোজিৎ ও তাঁর বান্ধবী বাইরে ঘুরতে গিয়েছেন। নতুন করে জীবন শুরু করতে চায় তাঁরা দুজন সেই কারণেই এই পদক্ষেপ নিলেন বৈশাখী। এই বিষয়ে অবশ্য বৈশাখীর স্বামীর বক্তব্য, ‘মনের দিক দিয়ে যখন আলাদা হয়েছি, তখনই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, ‘আমার জীবনে বৈশাখী আছেন কোথায়? তিন বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। তাই আমি কার সঙ্গে থাকব সেটা ও ঠিক করে দিতে পারে না। ও ভাল থাকুক।’ যদিও এই ক্ষেত্রে বৈশাখীর বক্তব্য, ‘যখন শোভনের সঙ্গে আমার সম্পর্ক হয়, তখন আমি মনোজিৎকে সবই জানিয়েছিলাম। কিছু লুকিয়ে রাখিনি। আমরা সিধান্ত নিয়েছি মিউচুয়াল ডিভোর্স করার।’
তিনি আরও বলেন, ‘জোর করে কোনো সম্পর্ক টেকে না। মনোজিৎ-এর সঙ্গে আমার সম্পর্কে কোনও ফাঁক ছিল বলেই শোভন আমার জীবনে এসেছে।’ তবে কি ডিভোর্সের পর শোভনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন? বৈশাখীর উত্তর, ‘বিয়ে হবে কিনা তা সময়ই বলবে। শোভনের সঙ্গে আমার সম্পর্ক স্বপ্নের মতো।