সালানপুর পুলিশের চেষ্টায় উদ্ধার হল ছিনতাই হয়ে যাওয়া টাকা ও ব্যাংকের পাস বুক

নিজস্ব সংবাদদাতা ১৪ মার্চ ২০২১পশ্চিম বর্ধমান: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার বড়সড় সাফল্য ।শুক্রবার সকালে জয়ন্ত নাথ মাজি নামে এক ব্যক্তি রূপনারায়ণপুর স্টেট ব্যাঙ্ক থেকে একলক্ষ ত্রিশ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনাতে সালনপুর থানার পুলিশ তদন্তে নেমে ৩জন কে গ্রেফতার করে ।

দুজন মহিলা ও একজন যুবক কে শনিবার সকলে গ্রেফতার করে উদ্ধার হয় পুরো ছিনতাই হওয়া ১লক্ষ ৩০হাজার টাকা,দুটি মোবাইল একটি স্টেটব্যাঙ্কএর পাসবুক । ঘটনার বিষয় এসি পি কুলটি এম ডি ওমর আলী মোল্লা বলেন শুক্রুবার সকালে জয়ন্ত নাথ মাজি নামে এক ব্যক্তি স্টেট ব্যাঙ্ক থেকে ১লক্ষ ৩০হাজার টাকা তুলে ব্যাগের মধ্যে করে সেটি নিজের গাড়ির ডিকির মধ্যে রাখে এবং ডাবরমোড় সবজি বাজার করে।  সেই সময় দুই জন দুষ্কৃতী জয়ন্ত নাথ মাজির উপর অতর্কিত আক্রমণ করে এবং গাড়ির ডিকি ভেঙে   ব্যাগের মধ্যে থাকা ১লক্ষ ৩০হাজার টাকা সহ  ব্যাঙ্কের পাসবুক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।ঘটনার তদন্তেনামে সালানপুর থানার পুলিশ যেখানে একজন যুবক সহ দুইজন মহিলা গ্রেফতার করা হয় উদ্ধার করা হয় ১লক্ষ ৩০হাজার টাকা মোবাইল দুটি ও  ব্যাংকের পাস বুক ।ঘটনার সাথে মূল অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে।ধৃতরা বাউরীপাড়ার বাসিন্দা ।

আরও পড়ুন…রবিবার ছুটির দিনে ভোট প্রচারে নামলেন উত্তরবঙ্গের হেভিওয়েট দুই প্রার্থী