স্কুল ফি পরিকাঠামো নিয়ে ফের অভিভাবকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা ১৩ নভেম্বর ২০২০ পশ্চিম বর্ধমান::করোনা পরিস্থিতির কথা ভেবে হাই কোর্ট সঠিক রায় দিলেও স্কুল কর্তৃপক্ষগুলি রায় না মেনে অভিভাবকদের বিভিন্ন ভাবে চাপ দিচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের।তারই প্রতিবাদে দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশন জমা দিল দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি মাধ্যম স্কুলের অভিভাবকেরা।

অভিভাবকদের অভিযোগ মহামান্য আদালত ১৩ই অক্টোবর একটি রায় দিয়েছিল যেখানে নতুন ফি পরিকাঠামো করার নির্দেশ দেওয়া হয়েছিল ৩১ অক্টোবরের মধ্যে বেসরকরি স্কুল গুলিকে।অভিভাবকদের অভিযোগ দুর্গাপুরের বেশ কিছু বেসরকারি মাধ্যম স্কুল হাইকোর্টের নির্দেশ না মেনে নিজেদের মতো করে ফি পরিকাঠামো করেছে। আরো বেশ কয়েকটি স্কুল হাইকোর্টের কোনো নির্দেশ মানেনি বলেও অভিযোগ। এরই প্রতিবাদে দুর্গাপুরের বেসরকারি মাধ্যম স্কুলের অভিভাবকরা একটি বিক্ষোভ মিছিল করে দুর্গাপুর সিটি সেন্টারের গান্ধী মোড় থেকে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তর পর্যন্ত।

আরও পড়ুন…রাহুল গান্ধী নার্ভাস-ধৈর্যের অভাব, মন্তব্য ওবামা-র  

যাতে করে বেসরকারি মাধ্যম স্কুল গুলি হাইকোর্টের নির্দেশ মানে সেই নিয়ে মহাকুমা দপ্তরে ডেপুটেশন জমা দেয় তাঁরা।