নিজস্ব সংবাদদাতা ১৪ জানুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা:বুধবার সকালে ঘটনাটি ঘটেছিল অশোকনগর থানা দৌলতপুর এলাকায়।
ঘটনার ১২ ঘন্টার ভেতর অশোকনগর নূরপুর বাজার থেকে অ্যাসিড ছুড়ে মারায় অভিযুক্ত স্বামী দিলীপ মজুমদার ও প্রথম পক্ষের মেয়েকে কে গ্রেফতার করলো পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জেরায় সাংসারিক অশান্তির জন্য সে এ কাজ করেছে বলে জানায় অভিযুক্ত। পাঁচদিনের পুলিশ হেফাজতে অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠানো হচ্ছে বৃহস্পতিবার। ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানা।
আরও পড়ুন…৪০০ বছরের ইতিহাসে এবছর মেলা ছাড়াই পালিত হচ্ছে জয়দেবের মকর সংক্রান্তি