স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিসের সম্ভার নিয়ে শুরু হলো সুন্দরবন গ্রামীণ মেলা

নিজস্ব সংবাদদাতা ৭ফেব্রুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা:বসিরহাট মহাকুমার সন্দেশখালি ১,নম্বর ব্লকের সরবেড়িয়া হাই স্কুল মাঠে শুরু হল ৩২,তম সুন্দরবন গ্রামীণ মেলা ।এই মেলায় সূচনা করেন অভিনেত্রী নুসরাত জাহান সন্দেশখালি শেখ শাহজাহান,বিধায়ক সুকুমার মাহাতো,দেবেশ মন্ডল, জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সাধারণ সম্পাদক সমীক রায় অধিকারী সহ বিশিষ্টজনেরা ‌।

এদিন সরবেড়িয়া বাসন্তী হাইওয়ে স্কুলের ছাত্র-ছাত্রী আদিবাসী নৃত্যের মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা পাশাপাশি মেলা প্রাঙ্গণে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই মেলা শুভ সূচনা হয়। এই মেলায় যেমন সুন্দরবনের সংস্কৃতি কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়েছে ।পাশাপাশি প্রায় ২০০ টি স্টল রয়েছে তার মধ্যে প্রায় ১০০, টি স্টল সরকারিভাবে দেওয়া হয়েছে। তাতে রুঢ় বাংলার সংস্কৃতি ও তথ্যচিত্র প্রদর্শনী হয় ।পাশাপাশি এখানকার আদিবাসী কৃষ্টি সভ্যতা সংস্কৃতি মধ্য দিয়ে সুন্দরবনের সংস্কৃতি তুলে ধরা হয়েছে ।এছাড়াও বিশেষ তাৎপর্যপূর্ণ এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা তৈরি করা বিভিন্ন প্রজাতির ফুল, যেমন সূর্যমুখী ডালিয়া চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন বাহারি ফুলের রং বেরঙ্গের শোভা পেয়েছে সরকারি স্টলে। এই মেলা চলবে ৬ই ফেব্রুয়ারি থেকে ১৫ই,ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আরও পড়ুন…দেওয়াল লিখনে বাঁধা, তৃণমূলের বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের BJP-র