বাঘের আক্রমণে জখম হরিণ প্রাণ বাঁচাতে নদী সাঁতরে এলো লোকালয়ে

হরিণ

বাঘের আক্রমণে জখম হরিণ প্রাণ বাঁচাতে নদী সাঁতরে এলো লোকালয়ে। প্রত্যন্ত সুন্দরবনের জঙ্গলে বাঘের আক্রমণের সম্মূখীন হল হরিণ। তাড়া খেয়ে রীতিমতো গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় নদী সাঁতরে রাতের অন্ধকারে গ্রামের লোকালয়ে চলে এলো একটি পূর্ণবয়স্ক হরিণ।

 

অবাক করা  এমন ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত সজনেখালি রেঞ্জের পিরখালি জঙ্গল এলাকায়। আচমকাই এদিন একটি পূর্ণ বয়স্ক হরিণ বাঘের সামনে পড়ে আক্রান্ত হয়ে নদী সাঁতরে চলে আসে গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের জেমসপুর গ্রামে।

 

তখনও জঙ্গলের দিক থেকে শিকার হাতছাড়া হওয়ায় তর্জন গর্জন করছিল একটি বাঘ।এরপরই গ্রামবাসীরাই জখম ওই হরিণটিকে দেখতে পেয়ে খবর দেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকৃতি মৃধাকে।তিনি সেই খবর পেয়েই তৎক্ষনাৎ চলে আসেন জেমসপুরে।

 

গ্রামবাসীদের কে সঙ্গে নিয়ে জখম ওই হরিণটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়। বর্তমানে হরিণটি সজনেখালিতে চিকিৎসাধীন রয়েছে।

 

উল্লেখ্য, বাঘের আক্রমণে জখম হরিণ প্রাণ বাঁচাতে নদী সাঁতরে এলো লোকালয়ে। প্রত্যন্ত সুন্দরবনের জঙ্গলে বাঘের আক্রমণের সম্মূখীন হল হরিণ। তাড়া খেয়ে রীতিমতো গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় নদী সাঁতরে রাতের অন্ধকারে গ্রামের লোকালয়ে চলে এলো একটি পূর্ণবয়স্ক হরিণ। অবাক করা  এমন ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত সজনেখালি রেঞ্জের পিরখালি জঙ্গল এলাকায়।

 

আর ও  পড়ুন    করতাল বাজিয়ে কীর্তন করে মানুষের মন জয় করলেন শান্তিপুরের বিধায়ক

 

আচমকাই এদিন একটি পূর্ণ বয়স্ক হরিণ বাঘের সামনে পড়ে আক্রান্ত হয়ে নদী সাঁতরে চলে আসে গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের জেমসপুর গ্রামে। তখনও জঙ্গলের দিক থেকে শিকার হাতছাড়া হওয়ায় তর্জন গর্জন করছিল একটি বাঘ।এরপরই গ্রামবাসীরাই জখম ওই হরিণটিকে দেখতে পেয়ে খবর দেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকৃতি মৃধাকে।

 

তিনি সেই খবর পেয়েই তৎক্ষনাৎ চলে আসেন জেমসপুরে।গ্রামবাসীদের কে সঙ্গে নিয়ে জখম ওই হরিণটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়। বর্তমানে হরিণটি সজনেখালিতে চিকিৎসাধীন রয়েছে।