হাওড়ার অবস্থা খুবই শোচনীয়, ফের আজ নবান্ন বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ১৭ এপ্রিল, করোনা সংক্রমণের জেরে রাজ্য সহ গোটা দেশ আজ শোচনীয় পরিস্থিতির মুখে।সংক্রমণ রুখতে চলছে লকডাউন।অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও দিন দিন বাড়ছে এর সংখ্যা।এদিন ফের করোনা পরিস্থিতি নিয়ে নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।বৈঠকে তিনি বললেন, মূলত ভাবে নর্থ কলকাতা ও হাওড়ার অবস্থা খুব শোচনীয়।যদি এখনও সচেতন এবং সঠিক পদক্ষেপ না নেওয়া যায় তাহলে অবস্থা আরও শোচনীয় হতে পারে।

রেড স্টারে এসে দাঁড়িয়েছে হাওড়া।তাই হাওড়াতে মানুষের মেলামেশা পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা বললেন তিনি।হাবড়া, সাঁকরাইল, ধুলাগড় সহ নানান জায়গায় উঠে এসেছে করোনা আক্রান্তের খবর।তাই এসকল জায়গায় খাবার সংগ্রহের জন্যও বাড়ি থেকে বাইরে বেরোতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী, প্রয়োজনে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে পুলিশ।

হাওড়াবাসীকে আরও সচেতনতা অবলম্বন ও সরকারের নির্দেশ মেনে চলার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।যেসকল জেলায় হয়নি সেসকল জেলাবাসীকে আরও সচেতন হতে বললেন যাতে সেখানে আর একটাও না হয়।পাশাপাশি একটি বাজারে ৫ জনের বেশি প্রবেশ করতে নিষেধ করেন।বাজারে ঢুকলে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা আবশ্যিক।কাঁচা খাবার না খেয়ে রান্না করে খাবার খাওয়ার উপদেশ দিলেন তিনি, সাথে পাতিলেবু দিয়ে গরম জল পান করতে বলেন।সকলে মিলে একসাথে সজাগ থাকলে ও সচেতন হলে হাওড়া সহ রাজ্যের অবস্থা আবার আগের মত করা সম্ভব বলে আশ্বাস দেন তিনি।