৮১ হাজার টাকা বেতনে India Post-এ চাকরি, বিস্তারিত জানতে পড়ূন প্রতিবেদনটি

হাজার

৮১ হাজার টাকার বেশি বেতনে India Post-এ চাকরি,বিস্তারিত জানতে পড়ূন প্রতিবেদনটি। পোস্টাল ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ। সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যেতে পারে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা indiapost.gov.in ওয়েবসাইটে আবেদন করতে পারেন। এই পদ-এ আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। আর প্রার্থীর সর্বোচ্চ বয়স ২৫ বছর। সংরক্ষিত শ্রেণিতে বয়সের ছাড় রয়েছে।

 

যেমন ওবিসি প্রার্থীদের জন্য বয়সে ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে। আর এসসি, এসটি প্রার্থীদের ক্ষেত্রে সেই ছাড়ের সীমা ৫ বছর। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জম্মু ও কাশ্মীর পোস্টাল সার্কেলের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদ-এর জন্য। এখানে স্পোর্টস কোটায় নিয়োগ করা হবে। ভারতীয় পোস্ট-এর তরফ থেকে জারি করা নোটিফিকেশনে বলা হয়েছে, শূন্যপদের সংখ্যা ৫। এখানে চাকরি পেলে বেতন হবে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকার মধ্যে। এই পদ-এ আবেদনের জন্য শেষ তারিখ ২০ ডিসেম্বর।

 

আর ও পড়ুন    এবার চিরাচরিত নিয়ম ভেঙে চার হাত এক করে দিল মহিলা পুরোহিত

 

আবেদনপত্রে ‘সহায়ক নির্দেশক পোস্টাল সার্ভিস’ লিখে জম্মু ও কাশ্মীরের চিফ পোস্টমাস্টার জেনারেলের অফিসে আবেদন করতে হবে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট  পদে আবেদন করার জন্য প্রার্থীদের দ্বাদশ শ্রেণি বা সমতুল পরীক্ষা পাশ করলেই হবে। এর পাশাপাশি মাধ্যমিত স্তরে বিষয় হিসেবে হিন্দি অথবা উর্দু থাকতে হবে। কম্পিউটারের জ্ঞানের ব্যাপারে ডিপ্লোমা থাকার দরকার রয়েছে। সরকারি ওয়েবসাইটে শিক্ষার ব্যাপারে বিস্তারিত তথ্য রয়েছে।

 

উল্লেখ্য, ৮১ হাজার টাকার বেশি বেতনে India Post-এ চাকরি,বিস্তারিত জানতে পড়ূন প্রতিবেদনটি। পোস্টাল ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ। সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যেতে পারে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা indiapost.gov.in ওয়েবসাইটে আবেদন করতে পারেন। এই পদ-এ আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। আর প্রার্থীর সর্বোচ্চ বয়স ২৫ বছর।

 

সংরক্ষিত শ্রেণিতে বয়সের ছাড় রয়েছে। যেমন ওবিসি প্রার্থীদের জন্য বয়সে ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে। আর এসসি, এসটি প্রার্থীদের ক্ষেত্রে সেই ছাড়ের সীমা ৫ বছর। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জম্মু ও কাশ্মীর পোস্টাল সার্কেলের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদ-এর জন্য। এখানে স্পোর্টস কোটায় নিয়োগ করা হবে। ভারতীয় পোস্ট-এর তরফ থেকে জারি করা নোটিফিকেশনে বলা হয়েছে, শূন্যপদের সংখ্যা ৫। এখানে চাকরি পেলে বেতন হবে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকার মধ্যে। এই পদ-এ আবেদনের জন্য শেষ তারিখ ২০ ডিসেম্বর।