সুন্দরবনে ফের বাঘের হামলা, জখম দুই মতসজীবি

সুন্দরবনে ফের বাঘের হামলা, জখম দুই মতসজীবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
হামলা

সুন্দরবনে ফের বাঘের হামলা, জখম দুই মতসজীবি । সুন্দরবনের জঙ্গলে ফের বাঘের হামলা। অল্পের জন‍্য প্রাণে বাঁচল দুই মৎস‍্যজীবী। বুধবার রাতে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করলে জখম হয় ২ জন মৎস্যজীবী।জখম মৎস্যজীবীদের নাম মিহির সরদার,বাবলু সরদার।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের হলদিবাড়ি এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঝড়খালি দুই-তিন নম্বর এলাকার বাসিন্দা মিহির সরদার,বাবলু হালদার দুজনে একটি নৌকা করে সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয় দেয়।বুধবার সারাদিন দুজনে নদীতে কাঁকড়া ধরে রাতে নৌকায় রান্না করছিল একজন মৎস্যজীবী।অপরদিকে আর একজন মৎস্যজীবী নৌকায় বসে ছিল।হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী মহির সরদার উপর।তাকে টেনে নিয়ে বাঘ চলে যাচ্ছিল জঙ্গলের দিকে।

 

সেই সময় অপর মৎস্যজীবী বাবলু হালদার বাঘের পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে।বাঘ মহির সরদার কে ছেড়ে দিয়ে বাবলু সরদার কে আক্রমণ করে।বেশ কিছুক্ষণ ধরে চলে বাঘ মৎস্যজীবীদের সঙ্গে লড়াই।এদিকে বেগতিক খারাপ বুঝে বাঘ শিকার ছেড়ে গভীর জঙ্গলে ঢুকে যায়।জখম দুই জন মৎস্যজীবী নৌকা করে আসে ঝড়খালি জেটিঘাটে।সেখান থেকে স্থানীয় মানুষজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে মৎস্যজীবী মিহির সরদার কে এবং মৎস্যজীবী বাবলু হালদার নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে।

 

এদিকে জখম মৎস্যজীবী মিহির সরদারের অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে।বন দফতর জানান বাঘের আক্রমণে ২ জন মৎস্যজীবী জখম হয় এমন ধরনের খবর পাওয়া গেছে।প্রাথমিক তদন্তে উঠে এসেছে জখম মৎস্যজীবীদের কাছে বৈধ কাগজপত্র ছিল না।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

 

আর ও পড়ুন    তামিলনাড়ুতে মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় মৃত দার্জিলিংয়ের বাসিন্দা

 

উল্লেখ্য, সুন্দরবনে ফের বাঘের হামলা, জখম দুই মতসজীবি । সুন্দরবনের জঙ্গলে ফের বাঘের হামলা। অল্পের জন‍্য প্রাণে বাঁচল দুই মৎস‍্যজীবী। বুধবার রাতে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করলে জখম হয় ২ জন মৎস্যজীবী।জখম মৎস্যজীবীদের নাম মিহির সরদার,বাবলু সরদার।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের হলদিবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঝড়খালি দুই-তিন নম্বর এলাকার বাসিন্দা মিহির সরদার,বাবলু হালদার দুজনে একটি নৌকা করে সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয় দেয়।বুধবার সারাদিন দুজনে নদীতে কাঁকড়া ধরে রাতে নৌকায় রান্না করছিল একজন মৎস্যজীবী।অপরদিকে আর একজন মৎস্যজীবী নৌকায় বসে ছিল।হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী মহির সরদার উপর।তাকে টেনে নিয়ে বাঘ চলে যাচ্ছিল জঙ্গলের দিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top