হিমাচলে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, কিন্নরে ট্রেক করতে গিয়ে নিখোঁজ ১৭ জন

হিমাচলে

হিমাচলে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, কিন্নরে ট্রেক করতে গিয়ে নিখোঁজ ১৭ জন । নাজেহাল অবস্থা হিমাচলের। লাগাতার ভূমিধ্বস ও সঙ্গে একটানা মুষলধারায় বৃষ্টির জেরে  হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা।  সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪। এদিকে হিমাচলে কিন্নরে ট্রেক করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে ১৭ জন। জানা গিয়েছে,   ১৪ অক্টোবর, উত্তরাখণ্ডের উত্তরকাশী সংলগ্ন হরশিল থেকে হিমাচলের কিন্নর জেলার ছিটকুলের দিকে রওনা হয়েছিল ট্রেকার দলটি। তাদের মধ্যে ৭ বাঙালিও রয়েছে বলে জানা যাচ্ছে।

 

উত্তরাখণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে রাজ্যে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অন্যদিকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি বৃহঃষ্পতিবার সকালে রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কুমায়ুন পরিদর্শন করেছেন। প্রবল বৃষ্টিতে ভাসছে নৈনিতাল। আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে ১৯১৪ সালের পর, গত ১০৭ বছরে এত বৃষ্টি কখনও হয়নি নৈনিতালে। নৈনিতালে নৈনিদেবীর মন্দিরেও ঢুকে পড়েছে জল।

 

অন্যদিকে সাত পাহাড়ে ঘেরা নৈনি হ্রদও ভাসিয়ে দিয়েছে ম্যাল রোডকে। বিপর্যস্ত যান চলাচল। অন্যদিকে উত্তরকাশী থেকে নিখোঁজ হয়ে যাওয়া ট্রেকার দলটির খোঁজে জোরদকমে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ, বন দফতর ও ক্যুইক রেসপন্স টিম।

 

আর ও পড়ুন    আফগানিস্তানে মহিলা ভলিবল খেলোয়াড়ের শিরোচ্ছেদ করলো তালিবানরা 

 

পুজোর সময় নবমীর দিন ট্রেকিংয়ের উদ্দেশ্যে বিভিন্ন রাজ্যের আরও একাধিক বন্ধুদের  সঙ্গে এই ৭ বাঙালিও বেরিয়ে পড়েন উত্তরাখন্ডে। তাদের বেশিরভাগের বাড়ি বাঁকুড়ায় বলে জানা গিয়েছে। এই দলটির তিন রাঁধুনিরও এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, লাগাতার ভূমিধ্বস ও সঙ্গে একটানা মুষলধারায় বৃষ্টির জেরে  হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা।  সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪। এদিকে হিমাচলে কিন্নরে ট্রেক করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে ১৭ জন। জানা গিয়েছে,   ১৪ অক্টোবর, উত্তরাখণ্ডের উত্তরকাশী সংলগ্ন হরশিল থেকে হিমাচলের কিন্নর জেলার ছিটকুলের দিকে রওনা হয়েছিল ট্রেকার দলটি। তাদের মধ্যে ৭ বাঙালিও রয়েছে বলে জানা যাচ্ছে। উত্তরাখণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে রাজ্যে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

 

অন্যদিকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি বৃহঃষ্পতিবার সকালে রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কুমায়ুন পরিদর্শন করেছেন। প্রবল বৃষ্টিতে ভাসছে নৈনিতাল। আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে ১৯১৪ সালের পর, গত ১০৭ বছরে এত বৃষ্টি কখনও হয়নি নৈনিতালে। নৈনিতালে নৈনিদেবীর মন্দিরেও ঢুকে পড়েছে জল।