৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ১১ নভেম্বর, ২০২০:৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের পূর্ব পাড়া চার নম্বর ওয়ার্ডে।

সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা লক্ষণ জমাদারের বাড়িতে সকালবেলায় অগ্নিসংযোগ হওয়ার ফলে বাড়ির লোকেরা তৎক্ষণাৎ জানতে পেরে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। অগ্নিকাণ্ডের লেলিহান শিখা জ্বলে উঠতে এলাকাবাসীরা ছুটে আসে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছায় দুটি দমকলের ইঞ্জিন। দীর্ঘক্ষন এ প্রচেষ্টায় দমকল বাহিনীর প্রায় দু’ঘণ্টা সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় কাউন্সিলর অরুণ চন্দ্র দে জানিয়েছেন সম্ভবত শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন…মিথ্যা মামলার বিরুদ্ধে ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের, বিক্ষোভের ডাক বিজেপির

এই অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের স্থানীয় বাসিন্দাদের আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। তবে সময় মতন দুটি দমকলের ইঞ্জিন আশায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের অনেক ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।