৪হেভিওয়েট নেতার জামিন নিয়ে নাটকীয় মোড়।আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে পর্যন্ত জেলে যাবেন চার নেতা।

নিজস্ব সংবাদদাতা ১৭ই মে কলকাতা:- নারদ মামলায় রাজ্যের 4 হেভিওয়েটের যে জামিনের আবেদন দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। সোমবার এই সংক্রান্ত মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ আপাতত সিবিআইয়ের বিশেষ আদালত যে অন্তর্বর্তী জামিন এর নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল বুধবার পর্যন্ত। আগামী বুধবার এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে কলকাতা হাইকোর্টে ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে। ততদিন পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে রাজ্যের এই চার হেভিওয়েট দুইমন্ত্রী, একজন বিধায়ক এবং একজন প্রাক্তন মন্ত্রীকে।প্রেসিডেন্সি জেলেই তাদের পাঠানো হচ্ছে।

সোমবার সারাদিন একের পর এক বেনজির ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য। প্রথমে রাজ্যের দুই বর্তমান মন্ত্রী এবং দুই প্রাক্তন মন্ত্রীকে রীতিমতো ফিল্মি কায়দায় গ্রেফতার করা হয়। সিবিআই-এর দফতর নিজাম প্যালেসে পৌঁছে প্রায় ৬ ঘণ্টা অবস্থান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষে সিবিআই বিশেষ আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে এই চার নেতার। কিন্তু এই গ্রেফতারির ফলে শহর ও রাজ্যজুড়ে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে এখানে মামলা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিশেষ করে নিজাম প্যালেস এলাকায় যেমন বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছিল, তার পর আর এ রাজ্যে মামলার শুনানি করতে চাইছে না সিবিআই।