AIDSO’র পক্ষ থেকে নেওয়া হল STOP IPL CAMPAIGN কর্মসূচি 

নিজস্ব সংবাদদাতা ৩০ এপ্রিল ২০২১ কোলকাতা: দেশজুড়ে একদিকে আজ করোনার বীভৎসতা বাড়ছে, হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেই, বেড নেই, অক্সিজেন এর অভাবে প্রতিদিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে শত শত মানুষ।

আর অন্য দিকে কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর অনুমোদনেই এই দেশেই অনুষ্ঠিত হচ্ছে IPL এর মত ক্রীড়া বিনোদন। আজ দেশের সঙ্কটজনক পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে অর্থ খরচ না করে এই ক্রীড়া বিনোদনের বিরুদ্ধে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। এমনকি কিছু বিদেশি ক্রিকেটাররাও এর বিরুদ্ধে মুখ খুলেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।এই অবস্থায়, আজ AIDSO’র পক্ষ থেকে STOP IPL CAMPAIGN কর্মসূচি নেওয়া হয়েছে। সেইমতো CAB দপ্তরের সামনে BCCI এর উদ্দেশ্যে তাদের এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হলো ।এখনই যদি বন্ধ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে মানুষের স্বার্থে তারা এই কাজ করে যাবে এই অতি মারি সংকট কালে।

আরও পড়ুন…সবংয়ে বিস্ফোরনে উড়ে গেল তৃণমূল নেতার পোলট্রি ফার্ম