AstraZeneca ভ্যাকসিন নিয়ে জমাট বেধে যাচ্ছে রক্ত,ভ্যাকসিন স্থগিত ডেনমার্কের

নিউজ ডেস্ক ১০ এপ্রিল ২০২১:করোনা ভ্যাকসিন নেওয়ার পর তার পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ রোগীর দেহে রক্ত জমাট বাঁধতে শুরু করছে।

এই সন্দেহে আর বাকি অস্ট্রিয়া, লাটভিয়ার মত AstraZeneca ভ্যাকসিন বন্ধ করলো ডেনমার্ক। ইউরোপীয় ইউনিয়ন ভ্যাকসিন নিয়ে ৩০লাখ মানুষের মধ্যে ২২ জনের রক্ত জমাট বাঁধার অভিযোগ উঠছে। পাশাপাশি অস্ট্রিয়াতে ৪৯ বছর বয়সী এক ব্যক্তির রক্ত জমাট বেঁধে যায়। এমতবস্থায় ডেনমার্কের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে ভ্যাকসিন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। তবে তারা AstraZeneca ভ্যাকসিন বাতিল করেনি।

আরও পড়ুন…আমি কোন দিনই বিজেপিতে যাব না- শাওনি