সাত দফা দাবিতে দেশ জুড়ে বনধ

নিজস্ব সংবাদদাতা ২৬ নভেম্বর ২০২০ ধর্মঘট কে সফল করতে নিউটাউন নারকেল বাগান মোড়ে টায়ার জ্বালিয়ে বামেদের বিক্ষোভ করতে দেখা গেল। রাস্তায় সরকারি-বেসরকারি বাস থেকে শুরু করে সমস্ত গাড়ি থামিয়ে দেওয়া হয়।

এরপর বিশ্ববাংলা সরণি দিয়ে মিছিল করে নিউ টাউন CB মার্কেটে এসে দোকান বন্ধ করতে বলা হয়, মার্কেটের সাটার বন্ধ করে সাটারে বাঁশ দিয়ে মারা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ।কলকাতা বিমানবন্দরে বনধ উপেক্ষা করে যাত্রীরা বিমান ধরার জন্য সকাল সকাল বিমানবন্দরে পৌঁছে গিয়েছে বেশিরভাগ মানুষজন প্রাইভেট গাড়ি বা ওলাতে করে সকাল সকাল বিমানবন্দরে এসে বসে আছে। রাস্তায় যাতে কোনো সমস্যার মধ্যে না পড়তে হয় । আজ বামেরা সাত দফা দাবিতে নিউটাউন গৌরাঙ্গ নগর অটো স্ট্যান্ডে রাস্তায় গাছের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভে নামে। এমনকি গাড়ি আসলে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল।লেকটাউন যশোর রোডে বামেদের পক্ষ থেকে রাস্তা অবরোধ নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। রাস্তায় বসে পড়ে দুই দফায় বিক্ষোভ অবরোধ হয়। এই মুহূর্তে অবরোধ তোলা হয়েছে। এদিকে উল্টোডাঙ্গাতে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছবি দেখা গেছে। সরকারি-বেসরকারি বাস চলছে ।পুলিশকর্মীদের ও দেখা গেছে রাস্তায়। পাশাপাশি যাদবপুরে বামেদের পক্ষ থেকে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করা হয় এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী।
অন্য দিকে সেন্ট্রাল এভিনিউ মোড়ে ধর্মঘটের সমর্থনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমেছে বাম কর্মী সমর্থকরা।
দিনদিন বাড়ছে জিনিসের দাম। কৃষক শ্রমিক আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে পালিত হচ্ছে সাধারণ ধর্মঘট। যদিও কলকাতা ও বিভিন্ন জেলাতে গণপরিবহন মোটের উপর স্বাভাবিক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার উত্তর কলকাতার সেন্ট্রাল এভিনিউ মোড়ে সিপিএম কর্মী-সমর্থকরা ধর্মঘট কে সমর্থন জানাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলেন।

আরও পড়ুন…চলে গেলেন মারাদোনা, শোকস্তব্ধ সারা বিশ্ব ফুটবল

 

এদিন সিপিএম নেতার দাবি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সাত দফা দাবিতে ২৪ ঘন্টা দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।