বিজেপি হচ্ছে দেশের লজ্জা, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ৩ অক্টোবর, ২০২০: হাথরাসে তরুণীর গণধর্ষণ ও মৃত্যুর প্রতিবাদে শনিবার শহরের রাস্তায় নেমেছিলেন তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলে হাঁটেন তিনি। সেখানে পৌঁছেই প্রতিবাদ মঞ্চে সরব হয়েছেন।

বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছেন, বিজেপি হচ্ছে দেশের লজ্জা। খুব তাড়াতাড়িই দেশে দুর্ভিক্ষ আসতে চলেছে। একইসঙ্গে করোনা আবহে এই জমায়েত কারার পর তিনি প্রতিবাদের মঞ্চে দাড়িয়ে তিনি বলেছেন, করোনায় কমিউনিটি স্প্রেড শুরু হয়ে গিয়েছে।


এছারাও তিনি জানিয়েছেন, তাঁর দলের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তিনজন বিধায়ক সম্প্রতি সংক্রমিত হয়েছেন। একাধিক নেতার এই মারণ ভাইরাসের কোপে মৃত্যুও হয়েছে। এমনকী তিনি বলেন, তাঁকে যে ছেলেটি চা দিতে আসে, সেও করোনায় আক্রান্ত। তাই খুব সমস্যার মধ্যে দিয়েই কাজ করতে হচ্ছে। প্রতি মুহূর্তে সংক্রমণের ভয়। এমনকী, কার কীভাবে সংক্রমণ হচ্ছে, তা এখন আর বোঝার উপায় নেই। তাই গোষ্ঠী সংক্রমণই যে হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে।মুখ্যমন্ত্রী বলেন, সামাজিক দূরত্ব মেনে, মুখে মাস্ক দিয়েই মিটিং-মিছিল করতে হচ্ছে। দলের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। সাবধানে থাকারই চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন…সল্টলেকে কৃষি বিল সমর্থনে বিজেপির মিছিল করতে দিল না পুলিশ

কিন্তু এর মধ্যেও একটা দলের জন্য প্রতিবাদে রাস্তায় নামতে হচ্ছে। কার থেকে কার শরীরে সংক্রমণ ছড়াচ্ছে, বোঝা যাচ্ছে না। গোষ্ঠী সংক্রমণই হচ্ছে। একইসঙ্গে বিজেপিকে তীব্র কটাক্ষ করে তিনি এই দলকেই সবচেয়ে বড় মহামারী বলেন।