উত্তরবঙ্গ সফরে তিন দিনের জন্য শিলিগুড়ি আজ আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরে তিন দিনের জন্য শিলিগুড়ি আজ আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, দুপুরের উড়ানে তিনি বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর সোজা চলে যাবেন মিনি সচিবালয় উত্তরকন্যায়। কোভিড পরিস্থিতির মধ্যেই তিনি উত্তরবঙ্গে আসছেন। প্রশাসনক সূত্রে আরও খবর, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে উত্তরকন্যা দু’টি প্রশাসনিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। কাল, মঙ্গলবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাকে নিয়ে বসবেন।

পরশু বুধবার জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করতে পারেন। পরের দিন বৃহস্পতিবার তাঁর ফের কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে। সরকারি কয়েকটি কাজের সূচানাও তাঁর এই সফরে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরবঙ্গে আসার কথা থাকলেও ভারী বৃষ্টির কারণে ওই সময়ে সফল পিছিয়ে দেয়া হয়েছিল। প্রতিবারই সফরে এসে তিনি উত্তরবঙ্গবাসীর কাছে কল্পতরু হয়ে ওঠেন। এবার পুজোর আগে কি কি উপহার দিয়ে যান সেই দিকে তাকিয়ে আছেন উত্তরবঙ্গবাসী।