২১এর ভোটে হেরেও TMC-কে টেক্কা দিলো CP(I)M, কীভাবে?

টেক্কা দিলো সিপিএম
টেক্কা দিলো সিপিএম
২১এর ভোটে হেরেও TMC-কে টেক্কা দিলো CP(I)M, কীভাবে?
ছবি সংগ্রহ; সাইন টিভি

পরিসংখ্যান বলছে, দলের বাৎসরিক আয়ের নিরিখে প্রায় ১৫ কোটি টাকার ব্যবধানে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছে CP(I)M।  তৃণমূল কংগ্রেস বাংলায়, আর CP(I)M কেরালার ক্ষমতায় রয়েছে। ২০২১-এর ১৫ জানুয়ারি তৃণমূল নির্বাচন কমিশনেপরিসংখ্যান বলছে, দলের বাৎসরিক আয়ের নিরিখে প্রায় ১৫ কোটি টাকার ব্যবধানে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছে সিপিএম।  তৃণমূল কংগ্রেস বাংলায়, আর সিপিএম কেরালার ক্ষমতায় রয়েছে। ২০২১-এর ১৫ জানুয়ারি তৃণমূল নির্বাচন কমিশনে ২০১৯-২০ অর্থবর্ষের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। সেই হিসেবে ২০১৯-২০ অর্থবর্ষে তৃণমূল ১৪৩ কোটি ৬৭ লক্ষের কিছু বেশি আয় দেখিয়েছে।  আর সিপিএম ২০২০-র নভেম্বর কমিশনের কাছে নিজেদের আয়-ব্যয়ের হিসেব জমা দিয়েছিল সিপিএম।

 

২০১৯-২০২০ অর্থবর্ষে তাদের আয় ১৫৮ কোটি ৬২ লক্ষ টাকা। যা তৃণমূলের তুলনায় CP(I)M-এর আয় প্রায় ১৫ কোটি বেশি। ২০১৯-২০ অর্থবর্ষে তৃণমূল ও সিপিএমের ব্যয় কমিশনে জমা দেওয়া খতিয়ান অনুযায়ী ২০১৯-২০ অর্থবর্ষে ১০৭ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয় করছে তৃণমূল। আর সিপিএম খরচ করেছে ১০৫ কোটি ৬৮ লক্ষ টাকার মতো খরচ হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষের ছবিটা ঠিক উল্টো ছিল। তৃণমূল আয়-ব্যয়ের পরিসংখ্যানের নিরিখে সিপিএমকে টেক্কা দিয়েছিল।

 

আর ও পড়ুন ; হিমাচলপ্রদেশে ধস নেমে ৪০ জনের চাপা পড়ার আশঙ্কা

 

২০১৮-১৯ অর্থবর্ষে তৃণমূলের আয় ছিল ১৯১ কোটি ৬০ লক্ষ টাকা। আর সিপিএমের আয় ছিল ১০০ কোটি ৯৬ লক্ষ টাকা।  এক বছর আগে সিপিএমের থেকে ৯০ কোটি ৬৪ লক্ষ টাকা বেশি আয় হয়েছিল তৃণমূলের। সিপিএম খরচ করতে সমর্থ হয়ছে ৭৬ কোটি ১৫ লক্ষ টাকা। সেই তুলনায় তৃণমূলের খরচ ছিল মাত্র ১০ কোটি ৪৫ লক্ষ তবে জাতীয় স্তরে বিভিন্ন দলের পেশ করা হিসেবে দেখা যাচ্ছে, বাকি সব দল মিলে যা আয় করেছে ২০১৯-২০ অর্থবর্ষে একা বিজেপির আয় ছিল দ্বিগুণেরও বেশি।

 

আয়ের অঙ্কে বিজেপি সমস্ত দলকে টেক্কা দিয়েছে। কংগ্রেসের পাঁচ গুণেরও বেশি আয় বিজেপির। ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপি নির্বাচন কমিশনে যে অডিট রিপোর্ট জমা দিয়েছে তার নিরিখে আয় ছিল ৩৬২৩ কোটি টাকা। এর মদ্যে ২৫৫৫ কোটি টাকা বিজেপি পেয়েছে ইলেক্টোরাল বন্ড থেকে। কংগ্রেসের মোট আয় ৬৮২ কোটি টাকা।