দাদার অনুগামীদের হাওড়া ডোমজুড় সভায় নতুন করে আবারও উস্কালো রাজীব বন্দ্যোপাধ্যায় দলবদল জল্পনা

নিজস্ব সংবাদদাতা ২৮ ডিসেম্বর ২০২০ হাওড়া: এদিন হাওড়া ডোমজুড় সলপ্ অঞ্চলে রাজীব বন্দ্যোপাধ্যায় অনুগামীরা এক পথসভার আয়োজন করে । যেখানে উপস্থিত হয়েছিলেন কয়েকশো মানুষ।

সেই সভার কোথাও ছিল না তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা বা প্রতীক । এমনকি তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন ছবি না থাকলেও সভা জুড়ে ছিল রাজীব বন্দ্যোপাধ্যায় ছবি । এমনকি সকলে নিজেদের বুকে লাগিয়ে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদের পোস্ট । এছাড়াও ছিল আমরা তোমার সাথে আছি, আমরা দাদার অনুগামী, বা বাংলার রাজনীতি সন্ধিক্ষণে তোমার প্রয়োজন অসীম । ও সভামঞ্চে ছিল ভারতের জাতীয় পতাকা । সভার উদ্যোক্তা সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল ঘোষ জানান বিগত ১১ বছর ধরে রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড়ের মানুষের সেবা করে এসেছেন, যারা আজকে তার বিরুদ্ধে কথা বলছে তারা সকলে ভুঁইফোড় নেতা । একই সঙ্গে তাঁর দাবি ডোমজুড় এর মানুষ রাজীব বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন । প্রসঙ্গত বিধানসভার নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে যে দল বদলের হিড়িক শুরু হয়েছে তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি । সম্প্রতি শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারীর । শুভেন্দুর পরেই শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন যে সমস্ত নেতা মন্ত্রী তার মধ্যে বারবার উঠে আসছে ডোমজুড়ের শাসক দলের বিধায়ক ও রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম । আজকের সভা কি সে দিকে ইঙ্গিত করছে? জল্পনা রাজনৈতিক মহলে ।

আরও পড়ুন…অমিত শাহের আমন্ত্রণে দিল্লি গেলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি