পুলিশ লকআপে যুবকের মৃত্যু, অভিযোগ মৃতের পরিবার

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৩০ অক্টোবর, ২০২০:  পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত বীরভূমের মল্লারপুরে। মল্লারপুর থানার পুলিশ গত তিনদিন আগে মল্লারপুর থানা এলাকার এক যুবককে চুরির অপরাধে গ্রেপ্তার করে। তারপর বৃহস্পতিবার রাতে ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে বিজেপি। বিজেপির তরফ থেকে আগামীকাল মল্লারপুরে ১২ ঘন্টার বন্ধ ডাকা হয়েছে।

মৃত ওই যুবকের নাম শুভ মেহেনা। সে মল্লারপুর থানার অন্তর্গত বাউরি পাড়ার বাসিন্দা। শুক্রবার সকালে ওই যুবকের পরিবারের সদস্যদের তার মৃত্যু খবর দেওয়া হয়। আর মৃত্যু খবর পাওয়ার পরেই ওই যুবকের পরিবারের সদস্য এবং প্রতিবেশিরা উত্তেজিত হয়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রামপুরহাট মহকুমা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সহ বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন…চা খাইয়ে পয়সা চাওয়ার অপরাধে খুন হলো চা বিক্রেতা

ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে বিজেপি। বিজেপির তরফ থেকে আগামীকাল মল্লারপুরে ১২ ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। তাদের অভিযোগ, ‘কোন ক্ষমতাবলে মল্লারপুর থানার ওসি ধৃত যুবককে তিন দিন ধরে লকআপে ভরে রাখলেন, আদালতে পেশ করলেন না।’