নিজস্ব সংবাদদাতা ২২ ডিসেম্বর ২০২০ উত্তর ২৪পরগণা: বসিরহাট মহাকুমার বসিরহাট থানার দুই নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বসিরহাট মহিলা মোর্চার পক্ষ থেকে ধর্নার কর্মসূচি নেওয়া হয়। নারী অসুরক্ষা আর নয় অন্যায় এই কর্মসূচিকে সামনে রেখে এই ধর্না মঞ্চ বলে জানা যায়।
বসিরহাট মহিলা মোর্চার পক্ষ থেকে এই দিন এই ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা সম্পাদিকা অর্চিতা রায়চৌধুরী, বসিরহাট মহিলা মোর্চা সভানেত্রী উমা মন্ডল, বসিহাট মহাকুমার মহিলা নেত্রী মিতা চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব। তাদের মূল দাবি সারা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে,তাদের মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। নাম না করে তিনি মুখ্যমন্ত্রী কে বলেন উনি একজন মিথ্যাবাদী এই রাজ্যে কোন শাসন নেই। এমনকি পুলিশ প্রশাসন ও সুরক্ষিত নয়। সাধারণ মানুষেকে যারা সুরক্ষিত রাখবে তারাই আজ মার খাচ্ছে।