বিজয়ার পরে চা চক্রে দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা ২৯ অক্টোবর ২০২০ বাগুইহাটি: দুর্গাপূজো কেটে গেছে। বিজয়া পরে এই প্রথম চা-চক্রের অনুষ্ঠান দিলীপ ঘোষ, বাগুইআটির জ্যাংড়া অঞ্চলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তাকে বরণ করা হয়। মিলিত হন সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে ।

তিনি বলেন সংক্রমণ আগের চেয়ে বেড়েছে তাই মহামারী ভাইরাসকে আটকাতে হবে সমাজের কথা ভেবে সাবধান এবং সতর্ক থেকে সুরক্ষা বজায় রাখতে হবে। মনের মধ্যে চাপ নিয়ে আরও কয়েকমাস জীবন যাবন করতে হবে আমাদের। 2021 এ বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসার ব্যাপারে তিনি সম্পূর্ণরূপে আশাবাদী। রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লিতে বৈঠক এটা গতানুগতিক বলে অভিহিত করেন তিনি। এই রাজ্যে শান্তি ফেরাতে গেলে বিজেপিকে আনতে হবে এবং বহু তৃণমূল নেতা যাদের নামে একাধিক মামলা আছে ক্ষমতায় আসলে সেই সমস্ত মামলা তারা প্রত্যাহার করে নেবে বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন…শ্রমিক বিরোধী আইনের বিরুদ্ধে ভারতীয় মজদুর সংঘের প্রতিবাদ দিবস পালন

এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের হিংসাত্মক পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন গনতান্ত্রিক পরিবেশ উপভোগ করার অধিকার সব জনগনেরই আছে।