গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামূলকে তোলা হল আসানসোল আদালতে

নিজস্ব সংবাদদাতা ২৪ ডিসেম্বর ২০২০ আসানসোল:বৃহস্পতিবার সিবিআই হেফাজত থেকে আসানসোল আদালতে তোলা হয় গোরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামূলকে ৷ গত ১১ ই ডিসেম্বর আসানসোল  আদালতে হাজিরা দেওয়ার পরে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ৷

তবে সিবিআই তদন্তের স্বার্থে এনামূলকে নিজেদের হেফাজতে না পেয়ে সমস্যায় পড়ে কেন্দ্রীয় সংস্থা ৷ ফলে সিবিআই এর পক্ষ থেকে হাইকোর্টে নিম্ম আদালতের রায়কে চ্যালেঞ্জ জানানো হয় ৷ যেখানে ১৯ শে ডিসেম্বর থেকে ২৪ শে ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ সিবিআই হেফাজতের সময় সীমা শেষ হতেই বৃহস্পতিবার এনামূলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয় ৷ তবে সিবিআই আদালতে তোলার সময় চিত্র সাংবাদিকেরা এনামূলের ছবি তুলতে গেলে তাদের সাথে দূর্ব্যবহারে জড়িয়ে পড়ে ও সজোরে ধাক্কা দেয় এনামূল ৷ যদিও পুলিশ বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন…বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ নিউ ব্যারাকপুরে