কিশোরের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়

নিজস্ব সংবাদদাতা ২০ নভেম্বর ২০২০ উত্তর দিনাজপুর: ইটাহার থানার কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের চুরামন খান পাড়ায় আইনুদ্দিন খান নামে এক কিশোরের অস্বাভাবিক মৃত্য্যকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনার তদন্তের শুরু করেছে।ইটাহার থানার পুলিশ জানিয়েছেন, মৃতদেহে কোথাও আঘাতের চিহ্ন নেই। কিভাবে মৃত্যু হল পুলিশের কাছেও পরিস্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারন পরিস্কার হবে। জানা গেছে, ইটাহার থানার চূড়ামন খানপাড়ায় আইনুদ্দিন নামে এক কিশোরকে স্থানীয় বাসিন্দারা পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাকে ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। পুলিশ খবর পেয়ে হাসপাতালে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।পরিবারের অভিযোগ, আইনুদ্দিনকে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করে দুস্কৃতিরা বাঁশ ঝাড়ে ফেলে গেছে। তবে ইটাহার পুলিশ জানিয়েছেন, মৃত কিশোরের শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তবে মুখে মাটি লেগে আছে। কি কারনে সেখানে গেল সেবিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন…ছট পুজোর শুভেচ্ছায় “দাদার অনুগামী” লেখা ব্যানারে ছেয়ে গেল শিলিগুড়ি শহর

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারন পরিস্কার হবে।