হাওড়ায় যুবতীকে শ্লীলতাহানি, অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা,হাওড়া, ৩০ অক্টোবর, ২০২০: এক যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠলোতৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পরে হাওড়ার বাঁকড়া এলাকায়। স্থানীয় মহিলারা এই ঘটনার প্রতিবাদে বাঁকড়া-২ নম্বর পঞ্চায়েত অফিস ঘেরাও করে। যদিও ওই পঞ্চায়েত সদস্যের স্বামী তার ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

বাঁকড়া পশ্চিমপাড়ার  বছর বাইশের ওই যুবতী প্রতিদিনের মতো গতকাল রাতেও কাজ থেকে বাড়ি ফিরছিলেন। ওই যুবতীর অভিযোগ বাঁকড়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য জাইদা আনসারী র ছেলে সোনু আনসারী তাকে শ্লীলতাহানি করে। রাস্তার উপরেই তার পরনের জামাকাপড় ছিঁড়ে দেয়।  ওই যুবতী ভয় পেয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পরে। এরপরে সোনু ও তার দলবল ওই যুবতীর বাড়িতে চড়াও হয়ে মেয়েটির মা, ভাই কে মারধোর করে ও ওই পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়।যুবতীর অভিযোগ সোনু আনসারী তাকে প্রায় রাস্তায় বেরোলে উত্যক্ত করে এবং  অশ্লীল ভাবে ইঙ্গিত করে। তার আরো অভিযোগ তাকে নানান কু-প্রস্তাব দেয়। তার ওই ইচ্ছে তে সাড়া না দেওয়াতেই এই ঘটনা ঘটেছে বলেই তিনি অভিযোগ করেন। এই ঘটনার জেরে গোটা পরিবার আতঙ্কে রয়েছে।

আরও পড়ুন…মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত হলো বিশ্বনবী, উত্তর দিনাজপুরে মৃত ২ আহত ১৫

গতকাল বাঁকড়া ফাঁড়ি তে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ওই লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপরদিকে সোনু আনসারী এ বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্যের স্বামী মানজার আনসারী। তার দাবি মেয়েটি মিথ্যে কথা বলে তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি আরও দাবি করেন শাসক দলের সদস্য হওয়ার পরেও তারা কোনোভাবে পুলিশ কে ব্যাবহার করেন না।