ভবঘুরে,  আশ্রয়হীন অসহায় মানুষদের জন্য বাসস্থানের ব্যবস্থা করল ইসলামপুর পৌরসভা

নিজস্ব সংবাদদাতা ৩০ ডিসেম্বর ২০২০ উত্তর দিনাজপুর: নতুন বছরের দিন দুয়েক আগে ইসলামপুরের ভবঘুরে,  আশ্রয়হীন অসহায় মানুষদের জন্য বাসস্থানের ব্যবস্থা করল ইসলামপুর পৌরসভা। এদিন ইসলামপুর শহরের দূর্গানগরে উদ্বোধন করা হল ভবঘুরেদের থাকার জন্য বাড়ি ” আশ্রয় ” এর। 

পৌরসভার এই উদ্যোগে খুশী অসহায় মানুষেরা। পরিবার থেকে বিতারিত হয়ে অসংখ্য মানুষ রাস্তার ধারে,ষ্টেশনে কিংবা দোকানদের সামনে কোনক্রমে দিন কাটান। শীত, গ্রষ্ম, বর্ষা অসহায় মানুষেরা কোনক্রমে দিন কাটান। ইসলামপুর পৌরসভা এই সমস্ত ভবঘুরেদের জন্য আশ্রয়স্থল তৈরী করার পরিকল্পনা নেন। নগর জীবিকা মিশন প্রকল্পে ইসলামপুর পৌরসভার একনম্বর ওয়ার্ড দূর্গানগর এলাকায় প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে এই আশ্র‍য়স্থল তৈরী করলেন। এই আশ্রয়স্থলে ৫০ টি বেড রাখা হয়েছে। আজ সেই আশ্রয়স্থলের আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধন করলেন ইসলামপুর পুর প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল। উদ্বোধনের পর  কানাইয়ালাল বাবু জানান, ইসলামপুর ভবঘুরেদের জন্য এই আশ্রয়স্থল তৈরী করা হয়েছে। ৫০টি  বেডের এই আশ্রয়স্থল তৈরী করা হলেও আপাতত ১০টি  বেড চালু করে এই আশ্রয়স্থল চালু হল।  আগামীতে এই ভবনে  ইঞ্জিনিয়ারিং এর সংস্থাকে লিফটের ব্যবস্থা করা জন্য আবেদন করা হয়েছে। এই ঠান্ডায় বৃদ্ধ, বৃদ্ধারা যাতে সমস্যায় না পড়েন তারজন্য গিজারের ব্যবস্থা রাখার জন্য বলা হয়েছে। মহিলাদের জন্য দুটি আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। ভবঘুরে এই আশ্রয়স্থলে থাকলে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাবেন বলে পৌরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন। দূর্গানগরের বাসিন্দা চন্দনা মন্ডল জানান, ভবঘুরেদের এই আশ্রয়স্থল হওয়ায় খুব ভাল হল। শীত,গ্রষ্ম,বর্ষায় ভবঘুরেদের চরম সমস্যায় পড়তে হয়। এই আশ্রয়স্থলে দুঃস্থ অসহায় মানুষেরা এলে তাদের কষ্ট অনেক দূর হবে। বিহারের বাসিন্দা রাম চন্দন ইসলামপুর বাস ষ্ট্যান্ডে থেকে ভিক্ষাবিত্তি করে কোনক্রমে দিন গুজরান করে।দীর্ঘ তিনমাস যাবদ এই বাসষ্ট্যান্ডে থাকছিলেন। আজ এই আশ্র‍য়স্থলের দ্বারদঘাটনের সঙ্গে সঙ্গে ভবঘুরে রাম চন্দনকে সেখানে আনা হয়। ঝা চকেচকে ঘরে আসার পর রাম চন্দন জানান, তিনি মৃত্যুকাল পর্যন্ত এখানেই থাকবেন।

আরও পড়ুন…করোনা ভাইরাসের পর এবার নতুন ভাইরাস স্ট্রেইনের আতঙ্কে মানুষ