রাষ্ট্রপতির ৭৫তম জন্মদিনে মোদীর শুভেছা

নিউজ ডেস্ক, ১ অক্টোবর,২০২০, ভারতের ১৪ তম রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।আজ তাঁর 75 তম জন্মদিন। ধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজনৈতিক বিশিষ্ট বাক্তি বর্গ এবং আরও সকলে তাঁর জন্মদিনের শুভেছা জানিয়ে টুইট করেছেন। সাইন টিভি ২৪*৭ এর তরফ থেকে ভারতের রাষ্ট্রপতিকে  জন্মদিনের শুভেছা।

উত্তর প্রদেশের কানপুরের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রামনাথ কোবিন্দ।আইন ও বাণিজ্য বিষয়ে কানপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর তিনি দিল্লিতে পাড়ি দেন ভারতীয় প্রশাসনিক পরিষেবা প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য।তৃতীয় প্রয়াসে এই পরীক্ষায় তিনি সফল হন।

তবে যেহেতু তিনি মিত্র পরিষেবাগুলির জন্য নির্বাচিত হয়েছিলেন, তাই সিভিল সার্ভিসে আর  যোগদান করেননি এবং অ্যাডভোকেট হিসাবে কাজ শুরু করেছিলেন। প্রায় 16 বছর অর্থাৎ1993 সাল পর্যন্ত দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অনুশীলন করেছিলেন।সংসদের রাজ্যসভার সদস্য হিসাবে, কোভিন্ড উত্তর প্রদেশ এবং এমপিএলডি প্রকল্পের আওতাধীন উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশে স্কুল ভবন নির্মাণে সহায়তা করেছিলেন।

আরও পড়ুন…খুলছে সিনেমা-থিয়েটার-মাল্টিপ্লেক্স

জাতিসংঘে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ২০০২ সালের অক্টোবরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন।1977 সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদানের আগে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের একান্ত সচিব হিসাবেও কাজ করেছিলেন। ২৫ শে জুলাই ২০১৭ সালে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। তারপর থেকে অত্যন্ত দক্ষতার সাথে তার এই পদটি সামলে এসেছেন।