উদ্ধার ব্রাউন সুগার ,গ্রেফতার পিতা ও কন্যা

নিজস্ব সংবাদদাতা ৫ নভেম্বর ২০২০ শিলিগুড়ি:বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার সহ পিতা ও কন্যাকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। আজ মাটিগাড়া থানার এক সাংবাদিক সম্মেলন করে এসিপি চিন্ময় মিত্তাল জানান, গোপন সুত্রে খবর পেয়ে শিলিগুড়ির মহকুমার শিবমন্দির বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করে তল্লাশী চালিয়ে দুই প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার হয়

একটি ব্যাগের মধ্যে ছিল আর একটি প্যাকেট ছিল। যার একটিতে ৫০০ গ্রাম আর একটি প্যাকেটে ৪০০ গ্রাম ব্রাউন সুগার ছিল। এই বিপুল পরিমাণ ব্রাউন সুগারের আন্তর্জাতিক বাজার মল্য ৯০ হাজার টাকা থেকে ১ কোটি টাকা। ধৃতদের নাম মহেশ মালি ও অলোকা বেগম। তারা মাটিগাড়ার বিশ্বাস কলোনীর বাসিন্দা।

আরও পড়ুন…“ষষ্ঠ বর্ষ ভারত গৌরব অনন্য সম্মান ২০২০” সম্মানে সম্বর্ধিত সন্তু সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিগণ

এসিপি জানান, এর আগেও অলোকা বেগম ও তার স্বামী মহম্মদ মইজুলকে গাঁজা সমেত গ্রেফতার করা হয়েছিল। ব্রাউন সুগারগুলি মালদা থেকে শিলিগুড়ি নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্য ছিল তাঁদের। এই ঘটনায় আর কারা জড়িত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।