গঙ্গা সাগর মেলা প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগার পৌঁছলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা ২৯ ডিসেম্বর ২০২০ দক্ষিণ ২৪পরগণা: গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের কাছে বড়োচ্যালেঞ্জ। সেই মেলায় কোন খামতি রাখতে চাচ্ছে না রাজ্যের প্রশাসন অধিকর্তারা।

হাতে মাত্র কয়েকদিন বাকি তার মধ্যে কাজের মধ্যে কোনো কিছু খামতি যাতে না থাকে তাই তড়িঘড়ি গঙ্গাসাগরে পৌঁছলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও গঙ্গাসাগর বিধায়ক বঙ্কিম হাজরা। প্রথমে গঙ্গাসাগরের মধ্যে প্লাস্টিক বর্জন করার উদ্যোগ নিলেন। সমস্ত দোকানদার প্লাস্টিক করে দ্রব্যাদি বিক্রি করছে তাঁদের প্লাস্টিক নিয়ে কাগজের প্যাকেট হাতে তুলে দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। গঙ্গাসাগর মেলা কে প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগী তাঁরা । বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন গঙ্গাসাগর মেলার দিনগুলোতে বিদ্যুৎের কোন ঘাটতি হবে না। প্রতিদিন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে স্যানিটাজার করা হবে , পাশাপাশি দশলক্ষ মাক্সের ব্যবস্থা হবে। মেলা প্রাঙ্গণে সেভহোম রাখা হবে তিনটি।

আরও পড়ুন…নিখোঁজ ব্যাক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে